Select Page

যেমন-তেমন পোশাকে আর নয়!

যেমন-তেমন পোশাকে আর নয়!

শাকিব খানের ফ্যাশন সেন্স নিয়ে সমালোচনা একদিনের নয়। অবশ্য এ নায়ক নিজেকে পাল্টেছেনও যথেষ্ট। যেমন-তেমন পোশাক বা লুকে আর নয়। তেমনটাই হলো ‘আমি নেতা হবো’র ক্ষেত্রে। কস্টিউম পছন্দ না হওয়ায় রীতিমত শুটিং আটকে দিয়েছিলেন এ নায়ক।

জানা যায়, শুটিং শুরুর পর থেকে নিজের জন্য তৈরি অধিকাংশ পোশাক শাকিব খানের পছন্দ হচ্ছিল না।  ২-৩ দিন এভাবে চলার পর শাকিব বুধবার ও বৃহস্পতিবার শুটিংয়ে যাননি। তবে শুক্রবার থেকে আবার শুটিং শুরু হয়েছে এবং শাকিব তাতে অংশ নিয়েছেন।

শাপলা মিডিয়া প্রযোজিত ‘আমি নেতা হবো’তে শাকিব খানের বিপরীতে আছেন বিদ্যা সিনহা মিম।


মন্তব্য করুন