
যে কমলায় ভিটামিন নেই (ভিডিও রিভিউ)
লকডাউনের পর পরিচালক শাহরিয়ার নাজিম জয় তার নির্মিত চতুর্থ চলচ্চিত্র ‘প্রিয় কমলা‘র কাজ শুরু করলেন একটি ইন্টারেস্টিং কাস্টিং নিয়ে। মুক্তিযুদ্ধভিক্তিক প্রেক্ষাপটের গল্পে কাস্ট করা হয়েছে, দীর্ঘসময় যাবত নাচে-গানে ভরপুর কমার্শিয়াল চলচ্চিত্রে অভিনয় করা দুই মুখ অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরীকে।
এরা দুজনই তাদের ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয় নিয়ে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন। সুতরাং দুজনের কাছে এবার একটি বড় সুযোগ আসলো নিজেদের ভালো অভিনয় দর্শকদের সামনে পেশ করার। তাই এরকম ভিন্ন ঘরানার চরিত্রে তাদের পারফরম্যান্সে কেমন ভিন্নতা পাওয়া যায়, সেটি দেখাই ছিল এই চলচ্চিত্র দর্শনের উদ্দেশ্য।
বিস্তারিত ভিডিওতে …
আমাদের সুপারিশ