Select Page

যে কারণে ভালো আমাকে বাসতেই হবে স্থগিত

যে কারণে ভালো আমাকে বাসতেই হবে স্থগিত

anannaগত ২৭ ফেব্রুয়ারী মুক্তি পাওয়ার কথা ছিল আলী আজাদ পরিচালিত চলচ্চিত্র ভালো আমাকে বাসতেই হবে। এ ছবির মাধ্যমে নবাগত নায়িকা অনন্যার অভিষেক ঘটার কথা। এ উপলক্ষে অভিনব প্রচারণার ব্যবস্থাও করেছিল প্রযোজনা সংস্থা, ২৬ টি হলে মুক্তির কথা থাকলেও শেষ মুহুর্তে ছবিটির মুক্তি স্থগিত ঘোষনা করা হয়।  

ছবি মুক্তির দিন কয়েক আগেই সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান স্বর্ণা চলচ্চিত্রের কার্যালয়ে মঙ্গলবার অভিযান চালায় চলচ্চিত্রের অশ্লীলতা ও পাইরেসি বিরোধী টাস্কফোর্স। এসময় প্রতিষ্ঠানটি থেকে বেশ কিছু অশ্লীল সিনেমার পোষ্টার ও পর্ন ভিডিও উদ্ধার করা হয়। অশ্লীল ভিডিও নির্মাণ ও পরিবেশনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সেখান থেকে লিটন মৃধা এবং সুমন বিশ্বাস নামে দুজনকে গ্রেপ্তার করা হয়, এবং ম্যাজিস্টেট লিটন মৃধাকে তিন মাসের জেল এবং নগদ দশ হাজার টাকা জরিমানা করেন। অন্যদিকে সুমন বিশ্বাসকে এক মাসের জেল দেওয়া হয়। এর পরেই প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ছবিটি মুক্তি পাচ্ছে না বলে জানানো হয়।

এর আগে ছবিটির প্রচারণার জন্য অভিনব উদ্যোগ নিয়েছিল প্রযোজনা সংস্থা। নবাগতা অনন্যা নামের এক নায়িকার ছবির সঙ্গে লেখাসহ পোস্টার ঢাকা শহরে সাঁটানো হয় যেখানে লেখা ছিল – “দাঁড়াও কথা আছে…..আমি চলচ্চিত্রে একজন নতুন নায়িকা অনন্যা- ভালো আমাকে বাসতেই হবে ছবিটি নিয়ে খুব শিগগিরই আসছি তোমাদের হৃদয়ের কাছাকাছি, ছবিটি দেখো কিন্তু- ছবিটি না দেখলে বলবে ইস্ ছবিটি কেন দেখলাম না, থাকব কাছে, থাকব পাশে, ভালো আমাকে বাসতেই হবে, জোরছে বলো…...”

ছবির প্রচারণার জন্যই এমন অভিনব পোস্টার করা হয়েছে বলে জানান নায়িকা অনন্যা।


মন্তব্য করুন