Select Page

যে কারণে মুক্তি পেল না ‘কি দারুণ দেখতে’

যে কারণে মুক্তি পেল না ‘কি দারুণ দেখতে’

65005_395400723896888_1936635174_n-235x275২৯ নভেম্বর মুক্তি পাবার কথা ছিলো ‘কি দারুণ দেখতে‘ চলচ্চিত্রটির। একদম শেষ মুহর্তে পিছু  হটলো সিনেমাটি। কবে মুক্তি পাবে তারও কোনো  নিশ্চয়তা দিতে পারছেন না সিনেমাটির নির্মাতারা। বাপ্পীমাহি অভিনীত এ ছবিটি দেশের প্রায় ৭০ টি সিনেমাহলে একযোগে মুক্তির কথা ছিল।

হঠাৎ করে গোটা দেশ অবরোধের কবলে পড়লে সিনেমাটির মুক্তি নিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়ে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান এস এম এস ফিল্মস।

ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, তিনদিনের অবরোধ আপাতত শেষ হলেও আগামী রোববার-সোমবার কিংবা যেকোনো সময় হরতাল-অবরোধের কর্মসূচি আসতে পারে। দেশের এমন অস্থিরতায় সিনেমাটি মুক্তি দিলে বড় ধরনের একটা ঝুঁকি হয়ে যাবে। তাই চাহিদা থাকার পরেও আমরা সিনেমাটি মুক্তি স্থগিত করলাম। এতে অনেক বড় রকমের আর্থিক লোকসানে পড়ে যাবো।’

সিনেমাটি কবে মুক্তি পেতে পারে- সে বিষয়েও স্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া গেলো না তার কাছে। দেশের পরিস্থিতি একটু স্বাবাবিক হলেই পরবর্তী তারিখ ঘোষণা করা হবে বলে জানান পরিচালক সুমন।


মন্তব্য করুন