Select Page

যৌথ প্রযোজনার অনুমতি পেয়েও ‘সুলতান’ আসবে আমদানিতে!

যৌথ প্রযোজনার অনুমতি পেয়েও ‘সুলতান’ আসবে আমদানিতে!

২৪ এপ্রিল ‘সুলতান’ ছবিটির বাংলাদেশের যৌথ প্রযোজনার নীতিমালায় চিত্রনাট্য প্রিভিউ কমিটির কাছ থেকে অনুমোদনও পেয়েছে। কিন্তু যৌথ প্রযোজনায় শুটিং শুরু হলেও এই ছবির সঙ্গে যুক্ত থাকছে না বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

এরই মধ্যে গতকাল রোববার যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি বরাবর একটি আবেদনও করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, ‘ছবিটি যৌথ প্রযোজনায় নির্মাণের অনুমতি পেয়েছিলাম। কিন্তু আমাদের এখানে যৌথ প্রযোজনার ছবির শুটিং নিয়ে নানা ধরনের জটিলতা শুরু হয়েছে।’

ছবিটি ভারত থেকে প্রযোজনা করছে জিৎস ফিল্ম ওয়ার্কস ও সুরিন্দর ফিল্মস।

মূলত অনুমতির আগেই শুটিং শুরু করাই এ বিপত্তি ঘটেছে।

রাজা চন্দের সুলতান ছবিতে অভিনয় করেছেন ভারতের জিৎ, বাংলাদেশের বিদ্যা সিনহা মিম।

সূত্র: প্রথম আলো


মন্তব্য করুন