Select Page

যৌথ প্রযোজনায় ‘বালিকা’, নায়ক ইমন

যৌথ প্রযোজনায় ‘বালিকা’, নায়ক ইমন

যৌথ প্রযোজনার ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ইমন। ছবির নাম বালিকা। গত বৃহস্পতিবার দুপুরে চুক্তিবদ্ধ হন তিনি। গ্রাম থেকে শহরে আসা একটি মেয়ের বখে যাওয়া জীবনের গল্প নিয়ে ছবিটি। খবর প্রথম আলো।

ছবিতে ইমনের চরিত্রের নাম সোম। চরিত্রটি কেমন? ইমন বলেন, একটি মেয়ের জীবনকে কেন্দ্র করে গল্প হলেও পুরো ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সোমের।

এই নায়ক জানান, প্রায় ছয় মাস আগে থেকে ছবির গল্প নিয়ে কাজ হচ্ছে। তখন থেকেই কাজটি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

ছবিতে ইমনের বিপরীতে অভিনয় করবেন কলকাতার এক নায়িকা। তবে নাম চূড়ান্ত হয়নি এখনো। এ ব্যাপারে ছবির পরিচালক সায়মন তারেক জানিয়েছেন, কলকাতা থেকে কৌশানী, এনা কিংবা শ্রীপর্ণা নায়িকা হতে পারেন।

বাংলাদেশের ভয়েজ অব ওশানের সঙ্গে ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান টালিউড টালকিজ যৌথভাবে ছবিটি নির্মাণ করবে


মন্তব্য করুন