Select Page

যৌথ প্রযোজনার ছবিতে শাকিব-শ্রাবন্তী-শুভশ্রী, এসকে মুভিজের সঙ্গে কে?

যৌথ প্রযোজনার ছবিতে শাকিব-শ্রাবন্তী-শুভশ্রী, এসকে মুভিজের সঙ্গে কে?

শিকারি, নবাব ও চালবাজের পর আবারো কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকার বরাতে জানা গেছে এ সিনেমায় নায়িকা থাকছেন শুভশ্রী গাঙ্গুলি ও শ্রাবন্তী চ্যাটার্জি। এর আগে দুই নায়িকা একসঙ্গে অভিনয় করেননি।

তবে জানাননি সিনেমাটির বাংলাদেশি ব্যানার কে? আগের দুটি সিনেমা জাজের সঙ্গে প্রযোজনা করলেও ‘চালবাজ’-এ এসকে’র সহযোগী অখ্যাত অ্যাকশন কাট। এদিকে এসকে’র প্রধান প্রতিদ্বন্দ্বী শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে সাম্প্রতিক সময়ে জোড় বেঁধেছে জাজ।

এছাড়া অশোকের ঘোষণার পরও জাজের পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি। কয়েকদিন আগে এক ঘণ্টার লাইভ ভিডিওতে ফেসবুকে কথা বলেছেন জাজের কর্ণধার আব্দুল আজিজ। সেখানেও এ ধরনের কোনো ইঙ্গিত ছিল না।

ছবির নাম এখনো ঠিক না হলেও পরিচালনায় থাকছেন জয়দীপ মুখার্জি।এর আগে জয়দীপের পরিচালনায় ‘শিকারী’ ও ‘নবাব’-এ অভিনয় করেছিলেন শাকিব। নায়িকা ছিলেন যথাক্রমে শ্রাবন্তী ও শুভশ্রী। এছাড়া একই পরিচালকের ‘চালবাজ’-এ অভিনয় করছেন শাকিব ও শুভশ্রী।

নতুন সিনেমাটি প্রসঙ্গে প্রযোজক অশোক বলেন, ‘এটি ইন্দো-বাংলাদেশ যৌথ প্রযোজনা। পুরোপুরি কমার্শিয়াল সিনেমা যেখানে ভরপুর অ্যাকশন এবং রোমান্স থাকছে। এসকে মুভিজ বরাবারই বিনোদনমূলক ছবি উপহার দিয়ে এসেছে। অনেকে অনেকরকম বিজ্ঞাপন করে থাকে। আমরা এমন ছবি করি যাতে ইন্ডাস্ট্রি বেঁচে থাকে।’

ছবিতে শুভশ্রী ও শ্রাবন্তী দু’জনের সঙ্গেই রোম্যান্স করতে দেখা যাবে শাকিবকে। আর শাকিব দ্বৈত চরিত্রে অভিনয় করবেন। ছবির প্রথম অর্ধের শুটিং কলকাতাতেই হবে এবং সামনের বছর ঈদে মুক্তি পাবে।

অশোক ধানুকার এমন ঘোষণা সত্ত্বেও অপেক্ষা করতে যৌথ প্রযোজনার নতুন নীতিমালার।


মন্তব্য করুন