Select Page

যৌথ প্রযোজনা নয়, সরাসরি আসছেন দেব

যৌথ প্রযোজনা নয়, সরাসরি আসছেন দেব

dev

মাস দুয়েক আগে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে কলকাতায় গেলে পরী মনির স্ক্রিন টেস্ট নেয় এসকে মুভিজ। এরপর প্রচার হয়ে যায় দেবের বিপরীতে যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করছেন এ নায়িকা। এর আগে জাজ মাল্টিমিডিয়াও জানিয়েছিল দেবকে নিয়ে সিনেমা নির্মাণের কথা।

না, তার কোনো আভাস আপাতত পাওয়া যাচ্ছে না। যৌথ প্রযোজনা নয়, সরাসরি ৪ নতুন সিনেমা নিয়েই বাংলাদেশের বাজারে প্রবেশ করছেন দেব। এর আগে তার কিছু পুরনো ছবি মুক্তি পেলেও দর্শকের সাড়া পাওয়া যায়নি।

আমদানিকারক প্রতিষ্ঠান আরাধনা এন্টারপ্রাইজের কর্ণধার কার্তিক দে একাধিক সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন। ছবিগুলো হলো দেব, অঙ্কুশ, যিশু, সায়ন্তিকা, মিমি, নুসরাত অভিনীত ও রাজা চন্দ্র পরিচালিত ‘প্রেমের গোলমাল’; রাজীব কুমার পরিচালিত দেব ও নুসরাত অভিনীত ‘লাভ এক্সপ্রেস’; সৃজিত মুখোপ্যাধায় পরিচালিত প্রসেনজিৎ, দেব, নুসরাত ও অঙ্কুশ অভিনীত ‘জুলফিকার’ ও কমেলেশ্বর পরিচালিত দেব অভিনীত ‘চাঁদের পাহাড় ২’।

‌‘প্রেমের গোলমাল’ মুক্তি পাবে ঈদুল ফিতরে। ‘লাভ এক্সপ্রেস’ ১২ আগস্ট, ‘জুলফিকার’ ৭ অক্টোবর ও ‘চাঁদের পাহাড় ২’ মুক্তি পাবে ৬ ডিসেম্বর।

জানা গেছে, ২০১২ সালের জাতীয় আমদানি-রফতানির নীতিমালা অনুযায়ী ছবিগুলো আমদানি হবে। বিনিময়ে বাংলাদেশ থেকেও সম্পূর্ণ নতুন চারটি ছবি রফতানি হবে।

সবগুলো ছবি কলকাতার প্রভাবশালী ব্যানার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত। তাদের শক্ত প্রতিদ্বন্দ্বী এসকে মুভিজ বছর দুয়েক ধরে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ করছে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে। এবার তাতে ভিন্নভাবে ভাগ বসাতে যাচ্ছে শ্রী ভেঙ্কটেশ।

বছর খানেক আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সফর সঙ্গী হয়ে ঢাকায় এসেছিলেন দেব’সহ বেশ কয়েকজন তারকা। সে সময় তারা বাংলাদেশে কলকাতার সিনেমা মুক্তির প্রস্তাব দেন। এছাড়া একই প্রস্তাব নিয়ে ঢাকায় প্রকাশ্যে-অপ্রকাশ্যে বৈঠক করেছিলেন কলকাতার একাধিক তারকা।

এদিকে শনিবার শ্রী ভেঙ্কটেশের সঙ্গে যৌথ প্রযোজনা নিয়ে আলোচনা করতে ভারতে গেছেন শাকিব খান। তা নিয়ে তোলপাড় চলছে ঢালিউডে। ওই সময়ই আসলো নতুন এ খবর।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?

Shares