Select Page

‘রংবাজ’ মহরতে গিয়ে দুই কুলই রক্ষা করলেন শাকিব!

‘রংবাজ’ মহরতে গিয়ে দুই কুলই রক্ষা করলেন শাকিব!

পয়লা বৈশাখের সন্ধ্যায় স্ত্রী অপু বিশ্বাস ও সন্তান আব্রাহামের সঙ্গে সময় কাটালেন শাকিব খান। এর পরপরই শবনম বুবলির সঙ্গে ‘রংবাজ’-এর মহরত করে দুই কুল রক্ষা করলেন শাকিব।

হাসপাতাল থেকে ফিরে ১৪ এপ্রিল সন্ধ্যায় পারিবারিক আয়োজনে একটি পাঁচতারা হোটেলে বৈশাখি সন্ধ্যা কাটিয়ে কিংখান ছুটে গেলেন বুবলির কাছেও!

আগে থেকেই কথা ছিল ‘রংবাজ’ ছবির মহরতে যোগ দেবেন শাকিব। গুলশানের এক‌টি রেস্তোরাঁয় হয়ে গেল আলোচিত ছবিটির মহরত। বাংলাদে‌শের রূপরঙ চল‌চ্চিত্র ও কলকাতার শ্রী ভেঙ্ক‌টেশের যৌথ প্র‌যোজনায় তৈরি হবে শামীম আহাম্মেদ রনির ‘রংবাজ’। ‘বসগিরি’ জুটি শাকিব-বুবলির ছবি নাকি আরও বড় পরিসরে তৈরি হবে। এটি মুক্তি দেওয়া হবে ঈদুল ফিতরে।

মূলত গেল সপ্তাহে এই ছবিটির ঘোষণার সূত্র ধরেই অপু শাকিব-বুবলির ওপর ক্ষেপে বাচ্চা কোলে নিয়ে ছুটে আসেন টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে। সেখানে বসে ভাঙেন দেড় বছরের আড়াল, উন্মোচন করেন শাকিবের সঙ্গে তার প্রায় নয় বছরের প্রেম-বিয়ে-সংসার আর সন্তানের গল্প। ক্ষোভ জানান বুবলির সঙ্গে শাকিবের জোটবদ্ধতা নিয়েও।

অপুর যতো আপত্তি বুবলিকে নিয়ে হলেও- শেষ পর্যন্ত ঢালিউড কিং সামানতালে সামলালেন দুই পক্ষকেই।

সূত্র : বাংলা নিউজ ও বাংলা ট্রিবিউন


মন্তব্য করুন