Select Page

‘রক্ত’ টিমে স্নায়ুযুদ্ধ

‘রক্ত’ টিমে স্নায়ুযুদ্ধ

rokto-pori-moni

ঈদুল আজহায় মুক্তি পাবে ‘’— এমন ঘোষণা অনেক আগের। কিন্তু টিজার ও আইটেম গান ‘ডানকাটা পরী’ প্রকাশের কয়েকদিনের মাথায় জানা গেল, ‘রক্ত’র বদলে ঈদে আসছে ভারতীয় তারকা নির্ভর সিনেমা ‘প্রেম কি বুঝিনি’।

নির্মাতা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে যথা সময়ে শুটিং শেষ করতে না পারার কথা জানায় প্রথমে। পরে পরী মনি ও জাজের কর্ণধার আব্দুল আজিজের কথায় স্নায়ুযুদ্ধের আভাস পাওয়া গেছে। এ নিয়ে আমরা সাহায্য নিচ্ছি প্রথম আলোর দুই প্রতিবেদনের।

৯ আগস্ট ‘আমি মুখ খুললেই সমস্যা’ প্রতিবেদনে এ নায়িকা জানান, তিনি নায়িকা। তাঁর দর্শক–ভক্ত আছেন। তাদের এভাবে হতাশ করা ঠিক নয়। ঘোষণা দিয়ে ছবি মুক্তি থেকে পিছিয়ে আসাটা তো প্রতারণা। এতে দর্শকেরা নিরাশ হন। তিনি দর্শকদের নিরাশ করতে চান না।

হঠাৎ এ সিদ্ধান্ত নিয়ে তিনি আরো বলেন, ‘আমার কাজ অভিনয় করা। আমি সে কাজটা করে গেছি। হঠাৎ এমন সিদ্ধান্তে কষ্ট পেয়েছি। এসব নিয়ে মুখ খুলতে চাই না। আমি মুখ খুললেই সমস্যা।’

rokto-pori-moni1

তবে ‘মুখ খুললে সমস্যা’র বিস্তারিত জানাননি। তার পরের মন্তব্য হলো— ‘মাসের পর মাস “রক্ত” সিনেমার শুটিংয়ের জন্য সময় দিয়েছি। শিডিউলে যা ছিল তার চেয়ে বেশি। “রক্ত”র কারণে অনেকগুলো ছবির কাজ ঠিক সময়ে হয়নি। এমনও দেখা গেছে, শুধু ডাবিং করলে কোনো ছবির কাজ শেষ হতো, কিন্তু “রক্ত”র কারণে তা করা হয়নি।’

পরীমনি এ–ও বলেন, ‘আমি যত দূর জানি, এই ছবির দুটি গান ও একটা মারামারির দৃশ্য বাকি আছে। গানের কাজ দেশের বাইরে করা হবে বলে শুনেছিলাম। বলা নেই কওয়া নেই, হঠাৎ শুটিং বন্ধ! আজ মঙ্গলবার সকালে আবার পরিচালক ফোন করে বললেন, কাল থেকে নাকি শুটিং!’

এদিকে ১২ আগস্ট ‘হঠাৎ শুটিংয়ের ডাক’ প্রতিবেদনে শুটিং বন্ধের কারণ জানতে চাইলে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বললেন, ‘একজন শিল্পীর যদি দায়িত্ববোধের অভাব হয়, তাহলে তাকে নিয়ে সুন্দরভাবে কাজ করা সমস্যা। সে কারণেই শুটিং বন্ধ করে দিয়েছি।’

rokto-pori-moni2

শুটিং বন্ধ হওয়ার পর থেকে প্রযোজনা সংস্থা ও নায়িকা পরীমনির মধ্যে স্নায়ুযুদ্ধের খবর ছড়িয়ে পড়েছিল সিনেমা অঙ্গনে। কিন্তু হঠাৎ করেই বদলে গেল চিত্র। ১২ আগস্ট সন্ধ্যা থেকে শুরু হয় শুটিং। স্পট—প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কার্যালয়। ‘পরী মনির বিপদ’ নামের প্রতিবেদনে ১৪ আগস্ট জানানো হয়, এফডিসিতে সিনেমাটির অ্যাকশন দৃশ্যের শুটিং চলছে।

তবে পরী ও জাজের মধ্যে তৈরি হওয়া দুরত্বের অবসান হয়েছে কি-না তার সম্পর্কে জানা যায়নি।

‘রক্ত’ পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। পরীর বিপরীতে আছেন নবাগত রোশন।


মন্তব্য করুন