Select Page

রণাঙ্গনে ‘ওরা সাত জন’, থাকলো টিজার

রণাঙ্গনে ‘ওরা সাত জন’, থাকলো টিজার

হালে নির্মিত মুক্তিযুদ্ধের ছবিতে রণাঙ্গনের গল্প খানিকটা আড়ালেই থাকে। এর পেছনে দুর্বল গল্প ভাবনার পাশাপাশি বাজেটের সংকটও রয়েছে। রয়েছে দর্শক গ্রহণযোগ্যতা নিয়ে ঝুঁকি।

সম্প্রতি প্রকাশিত টিজারে রণাঙ্গনের এক ঝলক দেখালো ‘ওরা সাত জন’। খিজির হায়াত খানের এ চলচ্চিত্রে ওঠে এসেছে দেশপ্রেম ও প্রতিশোধের গল্প।

ঈদুল আজহার বিশেষ দিনে সন্ধ্যায় ইউটিউবে প্রকাশ হয় ‘ওরা ৭ জন’-এর টিজার।

ভিন্ন ভিন্ন পেশা থেকে আসা সাত বীর মুক্তিযোদ্ধার গল্প পর্দায় তুলে ধরা হয়েছে এটিতে। এই সাতজনের একজন খিজির হায়াত খান। বাকি ছয়টি চরিত্রে আছেন ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, শাহরিয়ার ফেরদৌস সজীব, সাইফ খান, খালিদ মাহবুব তূর্য ও নাফিজ আহমেদ। সঙ্গে আছেন জাকিয়া বারী মম। তাদের কেউ পুলিশ, কেউ চিকিৎসক, কেউ সামরিক বাহিনীর মেজর, কেউ-বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা সবাই একসময় দেশের জন্য অস্ত্র হাতে তুলে নেন।

সিলেটের চমৎকার লোকেশনে সিনেমার শুটিং হয়েছে। টিজার তার নমুনা দেখা মিলল। দর্শক আমাদের জানান টিজারটি আপনার কেমন লাগলো।


মন্তব্য করুন