Select Page

রনির ছবি আমদানি হবে বাংলাদেশে!

রনির ছবি আমদানি হবে বাংলাদেশে!

শুনতে অদ্ভুত শোনালেও শামীম আহমেদ রনি কলকাতায় দুটি ছবি বানাচ্ছেন, সেই ছবি আবার আমদানি করা হবে বাংলাদেশে। তবে এটা স্পষ্ট হয়নি, ছবি দুটি প্রযোজক কে! হাল শাপলা মিডিয়ার সঙ্গে একের পর এক ছবি করছিলেন ‘বসগিরি’, ‘বিক্ষোভ’, ‘শাহেনশাহ’, ‘রংবাজ’-এর নির্মাতা।

কলকাতার ছবি প্রসঙ্গে রনি প্রথম আলোকে জানান, একটি ছবির নাম ‘লাগ ভেলকী লাগ’, আরেকটি ‘ছুটি’। ছবি দুটির শিল্পী কলাকুশলী সবাই কলকাতার। ‘লাগ ভেলকী লাগ’ ছবিটির চিত্রনাট্য করেছেন কলকাতার পেলে চট্টোপাধ্যায়। ‘ছুটি’র চিত্রনাট্য লিখেছেন আদিত্য। ‘লাগ ভেলকী লাগ’ হরর কমেডি। আর বর্তমান সময়ে ভেঙে যাওয়া যৌথ পরিবারের গল্প নিয়ে ‘ছুটি’।

ছবি দুটির শুটিং করতে এখন কলকাতায় আছেন এই পরিচালক। রনি বলেন, ‘“কমান্ড” ও “বিক্ষোভ” ছবি দুটির শুটিংয়ের সময় অনেক দিন কলকাতায় থাকতে হয়েছে। অনেকের সঙ্গেই জানাশোনা হয়েছে। সেই সুবাদেই কাজ দুটি করার সুযোগ হয়েছে। অঙ্কুশকে নিয়ে আগামী আগস্টে নতুন আরেকটি ছবির কাজ শুরু করব। প্রস্তুতি চলছে।’

১০ জুন থেকে পাশাপাশি দুটি ছবির শুটিং শুরু হয়। এরই মধ্যে ছবি দুটির প্রায় সত্তর ভাগ কাজ শেষ। আপাতত শুটিং বন্ধ। ১০ থেকে ১৬ জুলাই দার্জিলিং, জলপাইগুড়ির লোকেশনে ছবি দুটির শেষ ধাপের কাজ শুরু হবে, জানালেন পরিচালক।

‘লাগ ভেলকী লাগ’, ‘ছুটি’—দুটি ছবিরই নায়ক-নায়িকা বনি সেনগুপ্ত ও কৌশানী। আরও অভিনয় করছেন রজতাভ দত্ত, খরাজ মুখার্জি, নীলা চক্রবর্তী প্রমুখ।

দেশের বাইরের শিল্পী ও কুশলীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন, জানতে চাইলে রনি বলেন, ‘আমাদের দেশের শিল্পী, কলাকুশলীদের ছোট করছি না। সত্যি কথা বলতে কি, এখনকার শিল্পী কলাকুশলীরা ভেরি মাচ প্রফেশনাল। শুটিংয়ের সময়টা সঠিকভাবে ব্যবহার করেন তাঁরা। সকাল ৭টা মানে ৭টায়ই কাজ শুরু হয়। এই জন্য শুটিংয়ের সময়ও কম লাগে। বাজেটও বাঁচে।’

তার কথা, লোকেশনে নায়ক-নায়িকাদের সঙ্গে সহশিল্পীদের আলাদা করা যায় না। ছোট-বড় সব শিল্পীর মধ্যে চমৎকার সম্পর্ক। একজন ছোট শিল্পীকেও তারা সমান চোখে দেখেন। ছবি দুটি কলকাতায় মুক্তির পর আমদানি-রপ্তানি নীতিমালায় বাংলাদেশে মুক্তি পাবে।


মন্তব্য করুন