Select Page

রনির নতুন ছবি ‘বিক্ষোভ’, নায়িকা শ্রাবন্তী

রনির নতুন ছবি ‘বিক্ষোভ’, নায়িকা শ্রাবন্তী

শামীম আহমেদ রনির পরের ছবির নাম ‘বিক্ষোভ’। নায়িকা হিসেবে আছেন কলকাতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শনিবার দুপুরে কলকাতায় নিজ বাসায় প্রযোজনা প্রতিষ্ঠান স্টোরি স্প্ল্যাশ মিডিয়ার সঙ্গে চুক্তি হয়েছেন তিনি।

রনি প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন ধরেই আমি কলকাতায় আছি। ছবির গল্প নিয়ে শ্রাবন্তীর সঙ্গে একাধিকবার কথা হয়েছে। আজ দুপুরে তিনি এই ছবিতে অভিনয় করতে রাজি হয়েছেন। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন।’

ছবির অন্য অভিনয়শিল্পীদের চূড়ান্ত করা হলেও নায়কের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। রনি বলেন, ‘শ্রাবন্তীর বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে ভাবা হচ্ছে। আশা করছি শিগগিরই তা চূড়ান্ত হবে।’

নিরাপদ সড়ক আন্দোলনের একটি সত্য ঘটনা অবলম্বনে ছবির গল্প লিখেছেন পরিচালক নিজেই। চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

আগামী ১ সেপ্টেম্বর ঢাকায় ছবির মহরত হবে। সেদিন থেকেই শুটিংও শুরু হবে।

‘বিক্ষোভ’-এ আরও অভিনয় করছেন ভারতের রজতাভ দত্ত, রাহুল দেব আর বাংলাদেশের অমিত হাসান, সাদেক বাচ্চু প্রমুখ।

এদিকে মুক্তির অপেক্ষায় আছেন রনি পরিচালিত ‘শাহেনশাহ’। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত।


মন্তব্য করুন