Select Page

রনির সিনেমা যেমন হয়, তেমনই ‘রংবাজ’ (ট্রেলার)

রনির সিনেমা যেমন হয়, তেমনই ‘রংবাজ’ (ট্রেলার)

যদিও শামীম আহমেদ রনির স্ত্রী ফেসবুকে দাবি করেছেন নিষেধাজ্ঞা সত্ত্বেও ‘রংবাজ’র ডিরেকশন দিয়েছেন এ নির্মাতা। এমন কথা আমলে না নিয়েও বলা যায়, রনির সিনেমা যেমন হয় তেমনই হয়েছে ‘রংবাজ’। যেহেতু সিনেমাটির কিছু অংশ তিনি নির্মাণ করেছেন, গল্পও তার- ছবিও তেমনই হবে।

যদি বিশ্বাস না হয়, দেখে নিন ‘রংবাজ’ ট্রেলার। আব্দুল মান্নান নামের অন্য নির্মাতার কোনো অস্তিত্বই চোখে পড়বে না। কারণ, এমন স্টাইল আগে রনির ছবিতেই দেখেছেন। গালভরা বুলি, পাগলাটে নায়ক আর হিন্দি প্রীতি এখন রনির অন্যতম সিগনেচার।

তবে এটা স্পষ্ট– ট্রেলার এমন কোনো গল্প বা বিনোদনের আভাস দেইনি, যারা কারণে বলতে হয় ‘মাস্ট সি’। কিন্তু শাকিব খানের সিনেমা বলে কথা। দেখতেই হবে!

সিনেমাটি ঈদে মুক্তি পাবে। আমাদের জানান কেমন লাগল শাকিব-রনির রংবাজি।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares