Select Page

রনি ছাড়াই ‘রংবাজ’!

রনি ছাড়াই ‘রংবাজ’!

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালকসহ অন্যান্য কলাকুশলীদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে শাকিব খানকে নিয়ে কাজ না করার অনুরোধ জানায় চলচ্চিত্র পরিচালক সমিতি। এ অনুরোধ উপেক্ষা ও কড়া মন্তব্য করায় ফল ভোগ করছেন পরিচালক শামীম আহমেদ রনি। সমিতি থেকে তার সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেয় কার্যনির্বাহী পরিষদ। দুইবার আবেদন করেও রেহাই পাননি নির্মাতা।

এতে সিনেমাটির শুটিং বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন সিনেমার শুটিং বন্ধ থাকলে প্রযোজককে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। এজন্য রনিকে বাদ দিয়ে পরিচালক আব্দুল মান্নানকে দিয়ে ‘রংবাজ’ সিনেমার বাকি কাজ শেষ করার অনুমতি চেয়ে সিনেমাটির প্রযোজক বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চিঠি পাঠান। বিষয়টি আমলে নিয়ে পরিচালক সমিতি আব্দুল মান্নানকে দিয়ে বাকি কাজ করার অনুমতি দেন।

‌‘রংবাজ’-এ শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়িকা শবনম বুবলি। আরো অভিনয় করছেন জাহিদ,  চিকন আলী, রতন ও  মারুফ, আসমা ঝিলিকসহ অনেকে।


মন্তব্য করুন