Select Page

রনি নয়, তিশার গল্পে অনন্যর সিনেমা

রনি নয়, তিশার গল্পে অনন্যর সিনেমা

tisha

নুসরাত ইমরোজ তিশার ক্যারিয়ারে অন্য ধরনের মাত্রা দিয়েছেন ‌শামীম আহমেদ রনির ‘মেন্টাল’। তার ধারাবাহিকতায় অনন্য মামুনেরঅস্তিত্বে’ দেখা যায় এ নায়িকাকে।

শোনা গিয়েছিল তিশার লেখা গল্পে ‘এ প্লাস বি’ নামে সিনেমা নির্মাণে যাচ্ছেন রনি। কিন্তু সে দৌড়ে এগিয়ে গেলেন অনন্য।

কারণ তিশা গল্পে ‘তোর নামে লিখেছি হৃদয়’ নামে সিনেমা বানাচ্ছেন অনন্য মামুন। বেশ আগেই তিশার সঙ্গে চুক্তি হলেও সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা এলো মঙ্গলবার।

আর যৌথ প্রযোজনায় নির্মিতব্য সিনেমাটির নায়ক হবেন কলকাতার সোহম। বলা যায়, তিশার গল্পের সিনেমায় চমক কম নয়!

অনন্য জানান, মে থেকে ‘তোর নামে লিখেছি হৃদয়’র শুটিং শুরু হবে। বাংলাদেশ থেকে এস এস মাল্টিমিডিয়া ও কলকাতার নায়াগ্রা এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ছবিটি নির্মাণ হচ্ছে। তিশা-সোহমের পাশাপাশি আরও অভিনয় করবেন সুচরিতা, মিশা সওদাগর, ডন, কলকাতার খরাজ মুখার্জি, সুপ্রিয় প্রমুখ। আর অনন্য মামুনের পাশাপাশি কলকাতা থেকে পরিচালক হিসেবে থাকছেন ভুবন চ্যাটার্জি।


মন্তব্য করুন