Select Page

রনির ‘বসগিরি’তে শাকিব-পূর্ণিমা!

রনির ‘বসগিরি’তে শাকিব-পূর্ণিমা!

shakib-purnima

প্রথম সিনেমা ‌‘মেন্টাল’র নির্মাণের প্রতিটি পর্যায়ে আলোচনার খোরাক রেখেছিলেন শামীম আহমেদ রনি। এবার দ্বিতীয় সিনেমা ‘বসগিরি’তে তেমনটা ঘটছে।

সিনেমাটির নায়ক শাকিব খান। আপাতত রহস্য নায়িকা কে? বছরখানেক আগে ওই চরিত্রে অপু বিশ্বাস চুক্তিবদ্ধ হলেও সম্প্রতি তিনি সরে দাঁড়িয়েছেন। এর দুদিন না পেরুতে রনি ফেসবুকে একটি ছবি দিয়ে আলোচনার ঝড় তুললেন।

ছবিতে দেখা যায়, ক্যামেরাকে পেছন করে রনি ও প্রযোজক টপি খানের সঙ্গে দাঁড়িয়ে আছেন নায়িকা। এরপরই ফেসবুকে থাকা ঢালিউড ভক্তরা অনুমানের প্রতিযোগিতায় নামেন। বেশির ভাগই মনে করছেন ‘বসগিরি’র নায়িকা পূর্ণিমা। এছাড়া ওই ছবির সঙ্গে আরো কিছু ছবি মিলিয়ে অনেকে বলছেন পূর্ণিমা না হয়ে পারেন না।

তবে বিএমডিবি-কে একটি সূত্র বলছে, একেবারে গুজব বলে উড়িয়ে দেয়া যায় না। রনি চাইছেন চমক হিসেবে দর্শক পছন্দের কাউকে রাখতেন। সে দিক থেকে দীর্ঘদিন পর্দায় না থেকেও দর্শক মনে ঠাঁই করে নেওয়া পূর্ণিমা হতে পারেন বড় চমক।

এ দিকে টেলিভিশন অভিনেতা নাজিম শাহরিয়ার জয়ের নতুন সিনেমা ‘বন্ধ দরজা’ দিয়ে ঢালিউডে কামব্যাক করছেন বলে ইতোমধ্যে জানিয়েছেন পূর্ণিমা। যা ভক্তদের মাঝে আশা জাগিয়েছে।

সিনেমার জুটি হিসেবে শাকিব-পূর্ণিমা বেশ পরীক্ষিত। তারা উপহার দিয়েছেন বেশ কয়েকটি হিট সিনেমা। এখন শুধু দেখার বিষয় এ দুই তারকা পর্দায় এক হন কিনা!


মন্তব্য করুন