Select Page

‘রাজকুমার’ আসবে ২০২৪ সালের ঈদুল ফিতরে

‘রাজকুমার’ আসবে ২০২৪ সালের ঈদুল ফিতরে

নির্মাতা-অভিনেতা জুটি হিমেল আশরাফ ও শাকিব খান নিজেদের ক্ষমতা দেখিয়ে দিয়েছেন গত ঈদুল আজহায়। এবার পরের সিনেমার ঘোষণা দিলেন তারা।

‘রাজকুমার’ নামের সিনেমাটি ঘোষণা আসে গত বছর। ঘটা করে যুক্তরাষ্ট্রে হয় পরিচিত অনুষ্ঠান। তারপর এ সিনেমার কোনো আপডেট ছিল না। ধারণা করা হচ্ছিল, আর হবে না ‘রাজকুমার’। এবার হিমেল আশরাফ জানালেন, আগামী ঈদুল ফিতরকে টার্গেট করে শুটিংয়ে যাবেন তারা।

শাকিব খানের নায়িকা থাকবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রে শুটিং শুরু হবার কথা রয়েছে।

এ বিষয়ে হিমেল ফেসবুকে লিখেছেন, গত ঈদের আগে বলেছিলেন প্রিয়তমা আসছে, নতুন ইতিহাস গড়তে। আজ বলে গেলাম শাকিব খান এবং আশরাদ আদনান নতুন কিছু নিয়ে আসছে যা ভেঙে দেবে ‘প্রিয়তমা’র সকল রেকর্ড।

আরো বলেন, আমরা শিগগির আমাদের পরিকল্পনা জানাবো। এতটুকু নিশ্চিত যে আগামী রোজার ঈদে আমরা ‘রাজকুমার’ নিয়ে আসছি।

মূলত প্রযোজনা জটিলতায় থেমেছিল ‘রাজকুমার’। শোনা যাচ্ছে, এবার হাল ধরছেন ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনান।

এছাড়া হিমেল আশরাফ ও শাকিব খান জুটি আরো একটি সিনেমা রয়েছে পাইপলাইনে। ‘মায়া’ নামের সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হবে।


Leave a reply