Select Page

প্রিয়তমা বনাম সুড়ঙ্গ: প্রেক্ষাগৃহে গৌরবময় ৫০ দিন পার করে ওটিটিতে লড়াই

প্রিয়তমা বনাম সুড়ঙ্গ: প্রেক্ষাগৃহে গৌরবময় ৫০ দিন পার করে ওটিটিতে লড়াই

ঈদুল আজহায় মুক্তি পেয়ে দেশ-বিদেশে হাড্ডাহাড্ডি লড়াই করেছে দুই ছবি— হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ ও রায়হান রাফী ‘সুড়ঙ্গ’। সেই লড়াই এবার ছোটপর্দা বা ডিভাইসে গড়াচ্ছে। কারণ কাছাকাছি সময়ে ওটিটি রিলিজে যাচ্ছে দুই ছবি।

বেশ কিছুদিন ধরে অভিনব প্রচার চালানোর পর বায়স্কোপে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’। সিনেমাটি আগামী ২২ আগস্ট থেকে এ ডিজিটাল প্লাটফর্মে দেখা যাবে।

অন্যদিকে ‘সুড়ঙ্গ’-এর প্রযোজনার সঙ্গে যুক্ত আছে দেশের সবচেয়ে বড় ওটিটি প্লাটফর্ম চরকি। সুতরাং, নির্দিষ্ট সময় পর সিনেমাটি ঘরে ঘরে পৌঁছে যাবে, এটা জানা কথা। আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’ পাইরেসির চোখ রাঙানিকে পরাজিত করে ভালোই ব্যবসা করেছে। এ সিনেমাটি চরকিতে আসছে ২৪ আগস্ট। জানা গেছে প্রেক্ষাগৃহ সংস্করণের সঙ্গে খানিকটা তফাৎ থাকবে ওটিটি রিলিজের। যাকে নির্মাতারা বলছেন এক্সটেন্ডেড ভার্সন।

গতবছর রেকর্ড গড়া ‘হাওয়া’ ও ‘পরাণ’ ১০০ দিনের বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলেও ৫০ দিনের মাথায় ওটিটিতে রিলিজ পাচ্ছে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’। ধারণা করা যায়, তুমুল আলোচনা তোলার কারণে সিনেমা দুটি আরো কিছুদিন প্রেক্ষাগৃহে দর্শক আগ্রহ ধরে রাখত। তবে ওটিটি রিলিজ নতুন সিনেমার জন্য পথ খুলে দিল। আপাতত দেশীয় সিনেমার মধ্যে বড় রিলিজ হলো ২৫ আগস্ট মুক্তি পেতে যাওয়া ‘এমআর নাইন: ডু অর ডাই’ ও ৮ সেপ্টেম্বরের ‘অন্তর্জাল’।


মন্তব্য করুন