Select Page

‘রাজা হ্যান্ডসাম’র স্লিম অপু

‘রাজা হ্যান্ডসাম’র স্লিম অপু

5_29583শাকিব খানের কিং খান হবার পেছনে অপু বিশ্বাসের অবদান কেউ অস্বীকার করে না। এই জুটির একের পর এক হিট ছবি শাকিব খানকে নিয়ে গেছে অন্যরকম উচ্চতায়। অপু বিশ্বাসের পড়তি ক্যারিয়ারের সময়ও শাকিব ভুলেননি অপুকে। তাই তো নিজের প্রযোজনার প্রথম ছবি ‘রাজা হ্যান্ডসাম’-এ অপুকে রেখেছেন নায়িকা চরিত্রে।

এছাড়া এই বছরেই তারা জুটির সত্তরতম ছবিতে অভিনয় করতে যাচ্ছেন।

রাজা হ্যান্ডসাম ছাড়াও একটা লম্বা বিরতির পর শাকিবের বিপরীতে নতুন কটি ছবিতে নতুনরূপে আবির্ভূত হতে যাচ্ছেন অপু।

অপু এরমধ্যে নিজেকে নতুন করে সাজিয়েছেন। তিনি জানান, নতুন ছবিতে অভিনয় না করে নিয়মিত জিম শুরু করেছি এবং আগামী ছবিতে নতুন এক অপু বিশ্বাস হয়ে পর্দায় আসার অপেক্ষায় আছি। আশা করছি এখন থেকে নতুন ছবিগুলোতে দর্শক আমাকে ভিন্নভাবে দেখবে।

এদিকে অপু সংবাদমাধ্যমকে আরেকটি নতুন তথ্য জানান। শরীর ঠিক রাখার জন্য ফিটনেস সেন্টার খুলেছেন তিনি। শুধু মেয়েরাই এতে প্রবেশাধিকার রাখে। রাজধানী গুলশানের নিকেতনে অবস্থিত প্রতিষ্ঠানটির নাম এপিএস লেডিস ফিটনেস ক্লাব।

এই প্রতিষ্ঠানে শরীরচর্চার আধুনিক সব যন্ত্রপাতিই রয়েছে। বুঝা যাচ্ছে চলচ্চিত্র ও ফিটনেস সেন্টার মিলে অপু ভালোই আছেন।

 


৪ টি মন্তব্য

  1. ShifanDotMovie

    আপনার পোস্ট এর সাথে পুরোপুরি দ্বিমত পোষণ করছি । শাকিবের কিং হবার পিছনে অপু বিশ্বাসের বিন্দু মাত্র অবদান নেই ।বরং অপু বিশ্বাস আজ অবধি টিকে আছে সাকিবের কল্যাণে । শাকিব ছাড়া অপুর অন্য নায়কের সাথে সফল কোন ছবি নাই । কিন্তু শাকিব সাহারা ,শাবনূর, মীম ,শখ ও মাহী সহ সবার সাথেই সফল ।সাকিব দয়া না করলে আজ অপুকে খূজে পাওয়া যেত না ।আর শিক্ষিত সমাজে সাকিবের পচার অন্যতম কারণ হল অপুর সাথে অতিরিক্ত ছবি কড়া । তাই ভাই এসব কথা বলে সাকিবকে ছোট করবেন না ।এই রকম পোস্ট কোন সত্যিকারের সাকিব ভক্তের কাছ থেকে আশা করা যায়না ।

    • অ্যাডমিন

      এটা নিউজ। কোন ব্যক্তিগত ব্লগ পোস্ট নয়। ধন্যবাদ।

মন্তব্য করুন