Select Page

রাজু চৌধুরীর দুই সিনেমায় শাকিব

রাজু চৌধুরীর দুই সিনেমায় শাকিব

সর্বশেষ ঈদুল আজহায় রাজু চৌধুরীর পরিচালনায় অভিনয় করেছেন শাকিব খান। সিনেমার নাম ‘শুটার’। আবারো জুটি হচ্ছে এ নির্মাতা ও নায়ক। তেমনটাই জানিয়েছেন শাকিব। খবর বাংলাদেশ প্রতিদিন।

বর্তমানে শ্রী ভেঙ্কটেশের নাম ঠিক না হওয়া সিনেমা নিয়ে শাকিব ব্যস্ত সময় কাটাচ্ছেন কলকাতায়। মাঝে ‘অহংকার’-এর গানের দৃশ্যায়নে দুইদিনের জন্য এসেছিলেন ঢাকায়।

যাওয়ার আগে তিনি বলেন, ‘বেশ কয়েকটি নতুন ছবি নিয়ে আলোচনা হচ্ছে কলকাতায়। গল্প নির্বাচন করতে সময় লাগছে। এ ছাড়া ভেঙ্কটেশের ছবি তো আছেই। এই মুহূর্তে দেশি কোনো ছবি হাতে নিচ্ছি না। তবে রাজু চৌধুরীর দুটি ছবি চূড়ান্ত হয়ে আছে। দেখি, কলকাতার ব্যস্ততা কমলে ছবি দুটির শুটিং শুরু করব।’


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares