Select Page

রাজের নতুন সিনেমা ‘যদি একদিন’

রাজের নতুন সিনেমা ‘যদি একদিন’

প্রজাপতি, তারকাটা ও সম্রাট দিয়ে নিজের জাত চিনিয়েছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অন্যদিকে মুক্তি না পেয়েও আলোচনায় আছে ‘ছায়া-ছবি’। এবার তিনি নতুন সিনেমার ঘোষণা দিলেন।

রাজের নির্মিতব্য সিনেমার নাম ‘যদি একদিন’। প্রযোজনা করবে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। একই প্রতিষ্ঠানের ব্যানারে রাজ ‘তুমি যে আমার’ সিনেমার ঘোষণা দিলেও পরে বাতিল হয়।

‘তুমি যে আমার’-এর ঘোষণার এক বছর একমাস পর এলো নতুন সিনেমাটির ঘোষণা।

এ নিয়ে সোমবার রাজ ফেসবুকে লেখেন, ‌‘আরটিভির জন্য একটি সিনেমা বানানোর কথা ছিলো “তুমি যে আমার” আমার কিছু ব্যক্তিগত কারণে সিনেমাটি করিনি। ধন্যবাদ আশিক ভাইকে (আরটিভির কর্মকর্তা) এতদিন হয়ে যাওয়ার পরেও আমাকে কিছু না বলার জন্য। কিন্তু মাথায় নতুন গল্প আসছে তাই নতুন নামে ছবিটি করতে চাই। পাশে আছেন বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। নতুন গল্পের নাম “যদি একদিন”। সিনেমার সকল শিল্পী কলাকুশলীর নাম খুব শীগ্রই প্রকাশ করে শুটিং ফ্লোরে যাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন।‘

রাজ বরাবরই বড় তারকাদের নিয়ে সিনেমা করেন। দেখা যাক ‘যদি একদিন’-এর ঝুলিতে কী আছে।


মন্তব্য করুন