Select Page

রাজ্জাকের জন্মদিনে যত আয়োজন

রাজ্জাকের জন্মদিনে যত আয়োজন

নায়করাজ রাজ্জাকের ৭৬তম জন্মদিন ২৩ জানুয়ারি। মারা যাওয়ার পর এবারের জন্মদিনটি ভাবগম্ভীর পরিবেশে উদ্‌যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।  মঙ্গলবার তার পরিবার এবং চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে দোয়া মাহফিল আর এতিম ও গরিবদের মধ্যে খাবার বিতরণ।

মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা বনানীতে রাজ্জাকের কবর জেয়ারত করবেন। জোহর নামাজের পর এতিম ও গরিবদের মধ্যে খাবার বিতরণ করা হবে। গুলশান আজাদ মসজিদে আসর নামাজের পর দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বনানীতে রাজ্জাকের কবর জিয়ারত করা হবে। সেখান থেকে ফিরে এসে দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) স্থাপিত রাজ্জাকের স্মৃতিফলকে ফুল দেওয়া হবে এবং সেখানে সংগঠনটির কার্যালয়ে পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটা হবে। বিকেলে বিএফডিসি মসজিদে মিলাদ মাহফিল হবে।

বেলা ১১টায় এফডিসির মান্না ডিজিটাল ল্যাবের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তাঁর সহকর্মী, সিনিয়র শিল্পী ও পরিচালকেরা এতে অংশ নেবেন।

এছাড়া টেলিভিশন চ্যানেলগুলো আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানে। এর মধ্যে চ্যানেল আই-এ প্রচার হবে তিনটি অনুষ্ঠান।

সকাল ৭টার সংবাদের পরপরই প্রচার হবে ‘গানে গানে সকাল শুরু’। বিশেষ এ পর্বে থাকছে নায়করাজ রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের গান।

দুপুর সাড়ে ১২টায় থাকছে চ্যানেল আই-এর নিয়মিত আয়োজন ‘তারকা কথন’। তবে এবারের পর্বে রাজ্জাককে নিয়ে কথা বলবেন অতিথিরা।

দুপুর ৩টা ৫ মিনিটে ‘ফিরে দেখা চলচ্চিত্রের ৪০ বছর’ শীর্ষক আয়োজনে প্রচার হবে আজিজুর রহমান পরিচালিত ও রাজ্জাক অভিনীত সাড়া জাগানো চলচ্চিত্র ‘অশিক্ষিত’। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অঞ্জনা, রোজী আফসারী, সৈয়দ হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান  ও সুমন।

চলচ্চিত্রের বরেণ্য পরিচালক ও প্রযোজক চিত্রনায়ক রাজ্জাক ১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের দক্ষিণ কলকাতার নাকতলায় জন্মগ্রহণ করেন। ২০১৭ সালের ২১ আগস্ট তিনি মারা যান।


মন্তব্য করুন