Select Page

রাতে আসছে ‌‘অঙ্গার’

রাতে আসছে ‌‘অঙ্গার’

angar

নতুন বছরের শুরুতে বাংলাদেশ-ভারতে মুক্তি পাবে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অঙ্গার’। শুটিং শুরুর পর ‌‘অ‌ঙ্গার’র বেশ কিছু স্থিরচিত্র প্রকাশ পায়। এবার মুক্তি পাচ্ছে প্রথম কোনো ভিডিও।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে সিনেমাটির প্রথম টিজার উন্মুক্ত হবে। এক মিনিটের টিজারটি জাজের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে আপলোড করা হবে।

‘অঙ্গার’র মাধ্যমেই অভিষেক হবে জলির। তার বিপরীতে রয়েছেন ভারতের ওম। আরো অভিনয় করছেন অমিত হাসান, আশীষ বিদ্যার্থী, রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ অনেকেই।


২ টি মন্তব্য

    • এখনোও অফিসিয়ালি ইউটিউবে ছাড়া হয়নি ।

মন্তব্য করুন