Select Page

‘রান আউট’ টিজার ও গানে নতুন সজল

‘রান আউট’ টিজার ও গানে নতুন সজল

টিভি পর্দার জনপ্রিয় মুখ সজল বড়পর্দায় একদম আনকোরা— তা নয়। বছর ৭-৮ আগে ইমপ্রেস টেলিফিল্মের ‘নিঝুম অরণ্যে’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। নায়িকা ছিলেন লাক্স তারকা বাঁধন। তবে সিনেমাটি শুধু টেলিভিশন প্রিমিয়ারে সীমাবদ্ধ ছিল। এবার আসছেন একদম নতুন রূপে। বড় পরিসরে মুক্তি পাবে তার দ্বিতীয় সিনেমা।

1926884_777176789039196_6223833237197502248_n

সজল অভিনীত নতুন সিনেমাটির নাম ‘রান আউট’। পরিচালক ‘পদ্ম পাতার জল’খ্যাত তন্ময় তানসেন। সজলের বিপরীতে আছেন মৌসুমী নাগ

সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম টিজার। আধ মিনিটের বেশি দৈর্ঘ্যের টিজারটিতে অ্যাকশন অবতারে দেখা গেছে সজলকে। এবং সেখানে বলাও হয় দর্শক অন্য এক সজলকে দেখবেন। সজলের মুখে শোনা যায় একটি সংলাপ। রাগী ভঙ্গিতে বলছেন, ‘এক ভুল বার বার করতে হয় না’। তবে কাকে বলছেন দেখা যায় না। সজলের পাশে আছেন মৌসুমী। এ ছাড়া বেশ দৌড়ঝাঁপও করতে দেখা যায় তাকে। টিভি পর্দার রোমান্টিক নায়ক একদম মারমুখী। এবার দেখার পালা সজলের এ্যাকশন বড়পর্দায় দেখতে কেমন লাগে! চকলেট বয় ইমেজ ভাঙ্গতে পারেন কিনা।

সিনেমাটির কাহিনী এমন— নয়টা থেকে পাঁচটা চাকরী, আঙ্গুল আর আঙ্গুলের ছোঁয়ায় প্রেমিকার ভালবাসা নিয়ে ভালোই কাটছিল কিশোরের সাধারণ জীবন। কিন্তু শহরে ঘটে যাওয়া এক শীর্ষ সন্ত্রাসীর মৃত্যু, কিশোরের জীবনকে আর সাধারণ থাকতে দেয় না, কিশোরকে ঠেলে দেয় অন্ধকার জগতে। যে জগতে তার ইচ্ছার বিরুদ্ধেই সব কিছু করতে হয়। মনের গহীন কোণে লুকিয়ে থাকা সেই অতীত জগতের আলো বারবার বুক ফুঁড়ে বেড়িয়ে আসতে চায়, হৃদয়ের কোণে উকি দেয় প্রেমিকা নীলার মুখখানা, ছোট্ট সুখের ঘরের স্বপ্ন। কিন্তু সব কিছুই চাঁপা পড়ে এই অন্ধকার জগতের কালির নিচে। যেখানে আইনও নিজেই নিজের উপর কালির প্রলেপ মেখে নিয়েছে। স্রোতের টানেই গা ভাসাতে হয় কিশোরকে। আর কিশোরের এ স্রোতের দিক নিয়ন্ত্রণ করে জেনিথ। কঠিন বাস্তবতা আর মানুষরূপী হায়েনার শিকার হয়েই জেনিথেরও এ জগতে ঠাই। জীবন সমুদ্রের অন্ধকার তলদেশে জেনিথ আর কিশোরের বিচরণ নিয়েই চলতে থাকে রানআউট।

10929565_764970930259782_5576093418484899752_n
এ দিকে শনিবার প্রকাশ পেলো সিনেমাটির একটি গানের ভিডিও। ‘জানালা খুলে দাও’ নামে গানটিতে পারফর্ম করেছেন সজল ও রোমানা স্বর্ণা। আর কম্পোজিশনের আছে ভাইকিংস। গানের সজলের এক্সপ্রেশন অনেককেই চমকে দিয়েছে।

শোনা যাচ্ছে চলতি মাসের ১৬ তারিখে মুক্তি পাবে ‘রান আউট’। আশা রইল, নতুন কিছু পেতে যাচ্ছেন দর্শক। যেমনটি ছিল তন্ময়ের প্রথম সিনেমায়।


মন্তব্য করুন