Select Page

রায়হান রাফীর ‘পরান’, অভিনয়ে রাজ-মিম-ইয়াশ

রায়হান রাফীর ‘পরান’, অভিনয়ে রাজ-মিম-ইয়াশ

তৃতীয় সিনেমা ‘স্বপ্নবাজী’র জন্য গত দুইদিনে  জান্নাতুল ফেরদৌস পিয়া ও মাহিয়া মাহিকে চুক্তিবদ্ধ করিয়ে আলোচনায় ছিলেন তরুণ নির্মাতা রায়হান রাফী। তারই মাঝে এলো রাফীর নতুন সিনেমার খবর, নাম ‘পরান’।

এরই মধ্যে এই সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ ও ইয়াশ রোহান। প্রি-প্রডাকশনও গুছিয়ে এনেছেন। সপ্তাহ খানেক পর শুরু হবে দৃশ্যায়ন।

এই প্রসঙ্গে তিনি বলেন, “সবকিছু ঠিক থাকলে আগস্টের ১ তারিখ থেকে টানা শুট করে শেষ করবো ‘পরান’।”

রাফীর প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ ছিল রোমান্টিক ঘরানার। পরের সিনেমা পলিটিক্যাল ড্রামা ঘরানার ‘দহন’।

‘পরান’ দিয়ে আবারও রোমান্টিক ধারায় ফিরছেন রাফি। বলেন, “পোড়ামন ২’ এর পর আবার একটি রোমান্টিক ছবি বানাচ্ছি। আবারও দর্শক নতুন কিছু পাবে ইনশাল্লাহ।”

সিনেমাটি প্রযোজনা করছেন তামজিদ অতুল ও ইয়াসির আরাফাত।

 


মন্তব্য করুন