Select Page

রিমেক হচ্ছে রাজ্জাকের ‘বেঈমান’

রিমেক হচ্ছে রাজ্জাকের ‘বেঈমান’

untitled-18_16547.gif৪০ বছর আগে রাজ্জাক অভিনীত ‘বেঈমান’ ছবিটি মুক্তি পেয়েছিল। আলোচিত ও ব্যবসাসফল এই ছবি দিয়ে চলচ্চিত্র প্রযোজনা শুরু করেছিল তার রাজলক্ষ্মী প্রোডাকশন। প্রতিষ্ঠানটির চার দশক পূর্তি উপলক্ষে ‘বেঈমান’ ছবিটি রিমেক করবেন রাজ্জাক।

আগামী ডিসেম্বরে এর চিত্রায়ন শুরু হবে। রাজ্জাক অভিনীত চরিত্রে অভিনয় করবেন তার ছেলে সম্রাট। অন্যদিকে সুজাতা ও কবরী অভিনীত চরিত্রে কারা অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। পরিচালনার পাশাপাশি ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রাজ্জাককে দেখা যাবে।

তিনি বলেন, “ছবিটি পুনর্নির্মাণের ব্যাপারে সম্রাট আমাকে উৎসাহিত করেছে। ওর আগ্রহেই নতুন ‘বেঈমান’ আলোর মুখ দেখতে যাচ্ছে। আশা করি সময়োপযোগী একটি ছবি উপহার দিতে পারব। ”

জানা গেছে, রাজ্জাক অভিনীত চরিত্রটি নতুনভাবে সাজানো হয়েছে। মূল ছবির গল্প লিখেছেন জহিরুল হক, পরিচালনায় রুহুল আমিন। এবার গল্প পুনর্বিন্যাস করছেন ছটকু আহমেদ

এদিকে আগামী ৮ নভেম্বর মুক্তি পাচ্ছে রাজ্জাক পরিচালিত নতুন ছবি ‘আয়না কাহিনী‘।

সূত্র: সমকাল


মন্তব্য করুন