Select Page

রুবাইয়াতের ‘আন্ডার কনস্ট্রাকশন’

রুবাইয়াতের ‘আন্ডার কনস্ট্রাকশন’

indexআলোচিত চলচ্চিত্র ‘মেহেরজান’-র পরিচালক রুবাইয়াত হোসেন শুরু করছেন তার নতুন ছবির কাজ। ছবিটির নাম ‘আন্ডার কনস্ট্রাকশন’। বড় বাজেটের এই ছবিতে কাজ করছেন দেশ ও বিদেশের শিল্পীরা।

আন্ডার কনস্ট্রাকশন ছবিতে একজন সাধারণ মানুষের আধুনিক জীবনযাপনের নানা পর্যায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

জানা গেছে, বলিউডের অভিনেতা রাহুল বোস অভিনয় করবেন ঢাকার ছবিতে। ২৫ আগস্ট তিনি ঢাকায় আসবেন। ছবির নাম আন্ডার কনস্ট্রাকশন। পরিচালক রুবাইয়াত হোসেন খবরটি নিশ্চিত করে বলেন, রাহুল বোস এই ছবির কাজে সপ্তাহ দুই-তিনেক ঢাকায় থাকবেন।

এই ছবিতে আরও অভিনয় করছেন বলিউডের শাহানা গোস্বামী এবং বাংলাদেশের শাহাদাৎ।

সুত্র: প্রথম আলো


আমাদের সুপারিশ

২ টি মন্তব্য

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares