Select Page

রুবেলকে নিয়ে বৃদ্ধাশ্রমে ববি

রুবেলকে নিয়ে বৃদ্ধাশ্রমে ববি

বৃদ্ধাশ্রম ছবিতে রুবেল ববি boby-rubel

প্রথমবারের মতো সরকারি অনুদানের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ববি। নতুন এ ছবির নাম বৃদ্ধাশ্রম। পরিচালনা করবেন স্বপন চৌধুরী।

সিনেমাটিতে ববির বিপরীতে অভিনয় করবেন কণ্ঠশিল্পী এসডি রুবেল। অভিনয়ের পাশাপাশি তিনি সংগীত পরিচালক হিসেবেও কাজ করবেন।

বেশ কয়েকবছর আগে শাবনূরের বিপরীতে একটি সিনেমায় অভিনয় করেন এ গায়ক।

বৃদ্ধাশ্রমের কাহিনী নিয়ে ভিন্নধর্মী এ ছবির চিত্রায়ন শিগগিরই শুরু হবে।

ববি অভিনীত সর্বশেষ সিনেমা ‘এক রাস্তা-ওয়ান ওয়ে’ অক্টোবরে মুক্তি পেয়েছে। পরিচালনা করেন ইফতেখার চৌধুরী। আরো অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও বাপ্পি চৌধুরী।

এছাড়া ববি প্রথমবার তার প্রযোজনায় ‘বিজলি’ নামে সুপারহিরো ছবিতে অভিনয় করছেন। বর্তমানে সিনেমাটির দৃশ্যধারণে আইসল্যান্ডে আছেন। এ ছবিতে আরো চরিত্রে অভিনয় করছেন রণবীর, ইলিয়াস কাঞ্চন, জাহিদ হাসান, শতাব্দী রায় প্রমুখ। পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী।

সূত্র : মানবজমিন


মন্তব্য করুন