Select Page

রোজার ঈদে আসবে তানিম নূরের নতুন ছবি

রোজার ঈদে আসবে তানিম নূরের নতুন ছবি

১৪ বছর পর দ্বিতীয় সিনেমা ‘উৎসব’ নিয়ে ফিরে বলা যায়, ঢাকাই ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দিয়েছেন তানিম নূর। মুক্তির ৫০তম দিন পার হয়েও দর্শক ধরে রেখেছে। এমন উদযাপনের মাঝে জানালেন তৃতীয় সিনেমার খবর।

জানা গেছে, ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে তানিম নূরের পরবর্তী চলচ্চিত্র। এরই মধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।

প্রথম আলোকে এ প্রতিবেদনে তানিম নূর বলেন, ‘চিত্রনাট্য লেখার কাজ চলছে। শিগগির এটা গুছিয়ে আসবে। রোজার ঈদকে টার্গেট করে সিদ্ধান্ত নেব কবে শুটিংয়ে যাব। কারণ, রোজার ঈদেই সিনেমাটি মুক্তি দিতে চাই। যে কারণে আমাদের ইচ্ছা শীতের মধ্যেই শুটিং শুরু ও শেষ করা। দু–এক মাসের মধ্যেই আমরা কাস্টিং নিয়ে কথা বলা শুরু করব। অফিশিয়ালি সিনেমার ঘোষণাও শিগগির দিয়ে দেব।’

তবে এখনো সিনেমার নাম চূড়ান্ত হয়নি। একটি সূত্র জানায়, এবারের সিনেমাটির ধরন ‘উৎসব’-এর চেয়ে একদমই আলাদা হবে।

এদিকে ‘উৎসব’-এর সাফল্য প্রসঙ্গে প্রথম আলোর প্রতিবেদনে আরো বলা হচ্ছে, ‘ফিরে এসো বেহুলা’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তানিম নূর। পরে কাইজারসহ বেশ কিছু কাজ বানিয়ে প্রশংসিত হন। ‘উৎসব’ সিনেমা দিয়ে নতুন করে আলোচনায় আসেন এই পরিচালক। ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আয় করা সিনেমাটির নাম এখন ‘উৎসব।’

জানা গেছে, আগামী ঈদুল ফিতরে হেভিওয়েট তিন সিনেমার জন্য লড়বে তানিম নূরের নতুন নির্মাণ। এর মধ্যে শাকিব খানকে নায়ক করে পর্দায় আসবেন ছোটপর্দার আবু হায়াত মাহমুদ। রেদওয়ান রনির ‘দম’-এর যুগলবন্দি হবে চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। অন্যদিকে ‘বরবাদ’-খ্যাত মেহেদী হাসান হৃদয় পরবর্তী সিনেমায় রাখছেন সিয়াম আহমেদ অথবা শরিফুল রাজকে।

এদিকে আগামী ৭ আগস্ট চরকিতে মুক্তি পাচ্ছে ‘উৎসব’। প্রেক্ষাগৃহে চাহিদা থাকা সত্ত্বেও এ রিলিজের সমালোচনা করেছেন অনেকে। মূলত প্লাটফর্মটির সঙ্গে লগ্নির শর্ত মেনেই এ রিলিজ বলে জানা গেছে।


Leave a reply