Select Page

বাংলাদেশ দেখবে ‘জালালের গল্প’

বাংলাদেশ দেখবে ‘জালালের গল্প’

Jalaler-Golpo-2

আবু শাহেদ ইমনের আমন্ত্রনে ‘জালালের গল্প‘ চলচ্চিত্রের প্রিমিয়ার শো দেখার সুযোগ হলো আজ৷ শুধুমাত্র ইমন, কিম্বা ইমপ্রেসের নয়, এটা বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বদরবারে সম্মানের সাথে পরিচয় করিয়ে দিয়েছে৷ মোশাররফ করিমের অভিনয় ম্যাজিকের সাথে সাথে শর্মীমালা, আরাফাত আর কাজী রাকিবের অভিনয় মুগ্ধ করেছে৷ আর এই প্রথম মৌসুমী হামিদের অভিনয় দেখে আমি ‘ফিদা’ হয়ে গেছি৷ অভিনন্দন ইমন বাহিনীর জন্য৷ বাংলা চলচ্চিত্রের জয় হোক৷”

কথাগুলো পরিচালক হাসিবুর রেজা কল্লোলের। রবিবার অনুষ্ঠিত ‘জালালের গল্প’ চলচ্চিত্রের প্রিমিয়ারের পর ফেসবুকে মনের কথা এভাবেই জানান তিনি।

এত দিন দেশের বাইরে নানা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘জালালের গল্প’। এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। আগামী ৪ নভেম্বর ঢাকাসহ দেশের ২০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানান এর পরিচালক আবু শাহেদ ইমন।

কয়েকদিন আগে ‘মেহেরজান’ পরিচালক রুবাইয়াত হোসেন ফেসবুকে লিখেন, “Jalal’s Story, ‪#‎jalalergpo is Bangladeshi director Abu Shahed’s debut feature. It premiered in Busan International Film Festival’s ‘New Current’ section and will be having its North American première at Montreal World Film Festival. This internationally acclaimed and award winning film by a young Bangladeshi director is coming to theaters near you on Friday, Sep 4th, 2015. Please catch a show and support Bangladeshi cinema.”

আরো অনেকেই সিনেমাটির পক্ষ প্রচারণা চালাচ্ছেন। চিরকূট ব্যান্ডের অফিসিয়াল পেজে লেখা হয়েছে, “৪ সেপ্টেম্বর আসছে অসাধারণ এক ছবি ‘জালালের গল্প’। ভীষণ ট্যালেন্টেড আর একেবারেই নতুন আবু শাহেদ ইমনের গল্প আর ডিরেকশনে ছবিটা সবার ভালো লাগবে এ কথা নির্দ্বিধায় বলা যেতে পারে।’

‘জালালের গল্প’ ছবিটি ২০১৪ অক্টোবর অনুষ্ঠিত ১৯তম বুসান চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিনেমা ফান্ড পায়। উৎসবটির মূল প্রতিযোগিতা বিভাগ ‘নিউ কারেন্টস’ বিভাগে প্রথম বাংলাদেশি ছবি হিসেবে বিশ্ব প্রিমিয়ার করেছিল এটি। একই বছরের নভেম্বরে ভারতের গোয়ায় অনুষ্ঠিত ৪৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (আইএফএফআই) প্রথমবারের মতো আয়োজিত হওয়া ‘অ্যা উইন্ডো অন সাউথ এশিয়ান সিনেমা’ বিভাগে একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছিল ছবিটি। গত ফেব্রুয়ারিতে ভারতের রাজস্থানে অনুষ্ঠিত সপ্তম জয়পুর চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছিল ছবিটি। সেখানে সেরা নবাগত নির্মাতার পুরস্কার পান নির্মাতা ইমন। এ ছাড়া গত এপ্রিলে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ৩৩তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ছবিটি প্রদর্শিত ও প্রশংসিত হয়। রাজধানী সুভায় ষষ্ঠ ফিজি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি চলে ১৭ থেকে ২৩ জুলাই পর্যন্ত। এতে ২৯টি দেশের মোট ২০৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। অন্যদিকে পর্তুগালের ১৯তম আভাংকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি এখনো চলছে।

‘জালালের গল্প’ ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মৌসুমী হামিদ, তৌকীর আহমেদ, শর্মী মালা, নূরে আলম নয়ন, মিতালি দাশ, ফজলুল হক, আহমেদ গিয়াস প্রমুখ। ছবিটির সংগীত পরিচালনা করেছে চিরকুট।


মন্তব্য করুন