Select Page

অভিনয় ছাড়ছেন, রাজ্জাকই জানেন না

অভিনয় ছাড়ছেন, রাজ্জাকই জানেন না

inner_rajjak1_317880893

শারীরিক অসুস্থতার জন্য তিন বছর ধরে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন রাজ্জাক। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে যেতে হয় হাসপাতালেও। এখন সুস্থ হয়ে বাসায় রয়েছেন তিনি। বেশ কয়েকদিন আগে তাকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। সেখানে বলা হয়, রাজ্জাক আর অভিনয়ে ফিরছেন না।

কিন্তু এবার রাজ্জাক অবাক হয়ে বললেন, ‘আমি বলেছি, অথচ আমিই জানি না!’

সম্প্রতি প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অভিনয় ছাড়ার প্রশ্নই আসে না। অভিনয়ের কারণেই দেশের মানুষ আমাকে ভালোবেসেছে, আমাকে আজকের রাজ্জাক বানিয়েছে। অভিনয়টা আমার প্রতিটি রক্তকণার সঙ্গে মিশে আছে। মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় ছাড়ার চিন্তা করাটাও আমার পক্ষে সম্ভব না।’

কবে নাগাদ আপনাকে অভিনয়ে নতুন করে পাওয়া যাবে?— এমন প্রশ্নের উত্তরে গুণী এ অভিনেতা ও নির্মাতা বলেন, ‘চিকিৎসক আমাকে নিয়ম মেনে চলতে বলেছেন। তাই আরও মাস দুয়েক নতুন কোনো কাজ করতে পারব না। এরপর যদি ভালো কোনো গল্পের সন্ধান পাই, নিঃসন্দেহে কাজ করব।’

১৯৬৬ সালে ‘আখেরি স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে রাজ্জাক চলচ্চিত্রে পা রাখেন। এর পর সালাউদ্দিন প্রোডাকশনসের ‘তের নাম্বার ফেকু ওস্তাগার লেন’ চলচ্চিত্রে ছোট একটি চরিত্রে অভিনয় করে মেধার পরিচয় দেন রাজ্জাক। পরবর্তীতে জহির রায়হানের ‘বেহুলা’ সিনেমায় নায়ক হিসেবে অভিষিক্ত হন। তিনি প্রায় ৩০০ বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরিচালনা করেছেন প্রায় ১৬টি চলচ্চিত্র।

১৯৯০ সাল পর্যন্ত বেশ দাপটের সঙ্গেই ঢালিউডে অভিনয় করেছেন রাজ্জাক। অর্জন করেন একাধিক সম্মাননা। সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পাঁচবার (১৯৭৬, ১৯৭৮, ১৯৮২, ১৯৮৪ ও ১৯৮৮)। ২০১৩ সালে জাতীয় চলচ্চিত্র আজীবন সম্মাননা পুরস্কার ও ২০১৪ সালে মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পান তিনি।

১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন নায়ক আবদুর রাজ্জাক।

 


মন্তব্য করুন