Select Page

রোজা রাখেন তাই আগেই আইটেম গান

রোজা রাখেন তাই আগেই আইটেম গান

Porimoni1 lg20150102210213

রোজার আগে আবারো শুরু হচ্ছে শফিক হাসানেরধুমকেতু’ চলচ্চিত্রের শুটিং। এবারের শুটিংয়ে একটি আইটেম গানে পারফর্ম করবেন পরী মনি। রোজার কারণেই জুনের দ্বিতীয় সপ্তাহে তিনি গানের শুটিংয়ে অংশ নিবেন।

‌’ধুমকেতু’তে পরী মনির বিপরীতে অভিনয় করছেন শাকিব খান

ইতোমধ্যে সিনেমাটির ৭০ ভাগ কাজ প্রায় শেষ হয়েছে। তিনটি গান এবং দুইটি দৃশ্যের চিত্রায়ন শেষ হলে পুরো ছবির কাজ শেষ হবে।

এ প্রসঙ্গে পরী মনি ঢালিউড২৪-কে বলেন, ‘এটা আসলে আইটেম গান বললে ভুল হবে। কারণ আইটেম গান বলতে আমরা অন্য কিছু বুঝে থাকি। এটা একটি রোমান্টিক গান বললে একদমই ভুল হবে না। তবে কমার্শিয়াল কিছু শট থাকবে গানটিতে। এজন্যই রোজার আগেই কাজটির সিডিউল দিয়েছি। কারণ আমি বরাবরই রোজা রাখি।’


মন্তব্য করুন