Select Page

রোদ পুড়ে বসের রোমান্স (ভিডিও)

রোদ পুড়ে বসের রোমান্স (ভিডিও)

shakib-bubly-bossgiri

রোদে পুড়ে রোমান্সে মেতেছেন ‘বসগিরি’ সিনেমার বস শাকিব খান, আর বড়লোকের আদরের মেয়ে শবনম বুবলি। তাদের এ রোমান্স বাংলাদেশে হচ্ছে না!

তারা রোমান্স করতে সুদূর থাইল্যান্ডে উড়ে গিয়েছেন সম্প্রতি। সাথে আছেন নির্মাতা শামীম আহমেদ রনি-সহ বড়সড় টিম।

থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে অনুষ্ঠিত হচ্ছে ‘বসগিরি’র গানের শুটিং হচ্ছে। এ যাত্রায় তিনটি গানের দৃশ্যায়ন হবে।

এ প্রসঙ্গে রাইজিংবিডিকে বুবলি বুধবার বলেন, ‘খুব ভালো নেই। সকাল ৫টায় মেকআপ নিতে হয়। তারপর শুরু হয় শুটিং। রোদ আর গরমের মধ্যে সারাদিন গানের শুটিং করছি। শুটিং শেষ করেই আবার রিহার্সেল শুরু করি। সব মিলিয়ে খুব পরিশ্রম করতে হচ্ছে। আর এদিকে রোদে একেবারে পুড়ে গেছি। তবে আনন্দের কথা হলো- কাজগুলো অনেক ভালো হচ্ছে।’

shakib-bossgiri

ইউটিউবে প্রকাশিত হয়েছে থাইল্যান্ডে ‘বসগিরি’ সিনেমার গানের শুটিংয়ের একটি ভিডিও। এতে দেখা যায়— সাগরের পাড়ে অল্প পানিতে দাঁড়িয়ে আছেন বুবলি-শাকিব। সঙ্গে রয়েছে আরো অনেকে। তারা গানের সঙ্গে কোমর দোলাচ্ছেন।

ইতোমধ্যে ‘বসগিরি’র ৮০ ভাগ শুটিং শেষ হয়েছে। মুক্তি পাবে ঈদুল আজহায়। আরো অভিনয় করছেন রজতাভ দত্ত, অমিত হাসান, সাদেক বাচ্চু, মিজু আহমেদ প্রমুখ।

https://www.youtube.com/watch?v=qXWbb6h_vIU


মন্তব্য করুন