Select Page

‘লাইভ’ টিজারে ভীষণভাবে উপস্থিত মাহি-সাইমন

‘লাইভ’ টিজারে ভীষণভাবে উপস্থিত মাহি-সাইমন

অনেকদিন পর ‘পোড়ামন’ জুটি, নির্মাণ করছেন শামীম আহমদ রনী। আজকাল রনীর ক্যারিয়ারের প্রাথমিক সেই চমক না থাকলেও ‘লাইভ’ টিজার খানিকটা অবাকই করবে। ১৯ আগস্ট প্রকাশ হয়েছে ভিডিওটি।

রহস্যধর্মী এ সিনেমায় আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন হালে ‘তালাশ’ দিয়ে বাজিমাত করে আদর আজাদ। সব মিলিয়ে মনে হচ্ছে শাপলা মিডিয়া থেকে অনেকদিন পর ভালো কোনো কাজ আসতে চলেছে। অবশ্য মাহি-সাইমন ও রনীর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

‘লাইভ’ মুক্তি পাবে ৯ সেপ্টেম্বর। দেখার বিষয় বাংলা সিনেমার জমজমাট সময়ে ছবিটি কথাটা আশা জাগাতে পারে।


মন্তব্য করুন