Select Page

লজ্জাবতী তিশা

লজ্জাবতী তিশা

tisha

ব্যতিক্রমি সব চরিত্রে অভিনয়ের জন্য বরাবরই খ্যাতি আছে তিশার। আসছে ঈদেও এর ব্যতিক্রম হবে না বলেই মনে হচ্ছে। বদ মেজাজি এক মেয়ের, বিয়ের পর হঠাৎ বদলে যাওয়ার কাহিনী নিয়ে নির্মিত ‘লজ্জাবতী লায়লা’ নামের নাটকে অভিনয় করতে দেখা যাবে ‘থার্ড পারসন সিঙ্গুলার’-খ্যাত এ অভিনেত্রীকে।

লায়লা চরিত্রে অভিনয় করবেন তিনি। সঙ্গে থাকছেন আরেক দুর্দান্ত অভিনেতা আজাদ আবুল কালাম। তাকে দেখা যাবে লায়লার স্বামী ‘সুহাস’ চরিত্রে অভিনয় করতে।

শুধু হাস্যরস নয়, পাশাপাশি সমাজের এক নির্মম বাস্তবতা নাটকটিতে তুলে ধরা হয়েছে। সাত পর্বের এ ধারাবাহিকটি প্রচারিত হবে দেশ টিভিতে।

গল্পটি লিখেছেন মাসুম শাহরিয়ার, আর পরিচালনায় ছিলেন আবু হায়াত মাহমুদ।  ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন ডা. এজাজ, রুনা খান,  রাশেদ মাহমুদ অপু, তানজিকা, শাহেদ আলী সুজন।

শুধু ‘লজ্জাবতী লায়লা’ নয়, এবার ঈদে তিশাকে দেখা যাবে ‘বিউটি বোট’ ও ‘মানি ইজ প্রোবলেম’ নামের আরো দু’টি ধারাবাহিকে।


মন্তব্য করুন