Select Page

‘লন্ডন লাভ’ হবে?

‘লন্ডন লাভ’ হবে?

শাকিব খানকে ঘিরে গত কয়েক বছরে বেশ কিছু ছবির নাম ঘোরাফেরা করেছে, যেগুলো নিয়ে দর্শক বেশ আগ্রহও দেখিয়েছে। তারই একটি ইফতেখার চৌধুরী পরিচালিত ‘লন্ডন লাভ’। নাম যেমন শোনা গিয়েছিল, সময়ের সঙ্গে শাকিবের ঘোষিত আরও কিছু ছবির মতো মিলিয়েও গেছে আলোচনা!

সম্প্রতি অন্য ছবির প্রসঙ্গে কথা বলতে গিয়ে ‘লন্ডন লাভ’ নিয়ে বললেন ইফতেখার।

অনন্ত জলিলের ‘নেত্রী দ্য লিডার’ সিনেমাটি পরিচালনায় ইফতেখারের নাম শোনা যায়। কিন্তু এখন শোনা যাচ্ছে তেলেগু পরিচালক উপেন্দ্র মাধব, অনন্ত জলিল ও তুরস্কের একজন পরিচালক মিলে করবেন।

এ প্রসঙ্গে ইফতেখার জানান, অন্য ছবির ব্যস্ততার জন্য ‘নেত্রী দ্য লিডার’ ছেড়েছেন। যদিও অনন্ত বলছেন, ছাড়ার প্রশ্ন নেই, ইফতেখারের সঙ্গে কোনো চুক্তি হয়নি।

ইফতেখার ফেসবুকে জানান, বর্তমানে আমি ‘মুক্তি’ সিনেমা নিয়ে ব্যস্ত আছি। এই ছবিটির ৬০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। শিগগির বাকি অংশ শুট করবো। এরপর আমার ‘লন্ডন লাভ’ নামে সিনেমার জন্য প্রযোজককে কথা দেয়া, সেই ছবিটি শাকিব খানকে নিয়ে। ‘লন্ডন লাভ’-এর পর ডেট দেয়া ছিলো ‘নেত্রী দ্য লিডার’ সিনেমার জন্য। কিন্তু অনন্ত ভাই যেহেতু এই সিনেমাটি এখন করতে চাইছে, তাই ডেট নিয়ে আমার দিক থেকে একটা জটিলতা আছে। সে কারণেই অনন্ত ভাইয়ের সাথে কথা বলেই এই ছবিটি ছেড়ে দিলাম আমি।

আরও বলেন, জানুয়ারিতে ‘মুক্তি’র শুটিং ষাট ভাগ শেষ, তারমধ্যে পোস্ট প্রোডাকশনের কাজও চলছে। এটার শুটিং শেষ করে ‘লন্ডন লাভ’ সিনেমাটি করবো। এরপর কথা ছিলো ‘নেত্রী দ্য লিডার’ সিনেমাটি করার, যেহেতু এটি আমি করছি না তাই ‘লন্ডন লাভ’-র পর ‘পিকনিক’ সিনেমাটি শুরু করবো।

মাঝে শোনা যায়, সিনেমাটিতে শাকিবের বিপরীতে কয়েকজন নায়িকা থাকবেন। তারমধ্যে একজন কলকাতার। শুটিং হবে লন্ডনে। পরে বলা হয়, করোনার কারণে পরিকল্পনায় রদবদল এসেছে। এখন দেখার অপেক্ষা- ‘লন্ডন লাভ’ হবে কিনা?

২০১৪ সালে ইফতেখারের পরিচালনায় ‘রাজত্ব’-এ অভিনয় করেন শাকিব। ছবিটি ভালো ব্যবসা করে।


মন্তব্য করুন