Select Page

লিডার

লিডার

01_28993আবারো জুটিবদ্ধ হলেন ঢালিউডের জনপ্রিয় দুই মুখ ফেরদৌসমৌসুমী। এবার তারা জুটি বাঁধলেন ‘লিডার’ নামে একটি চলচ্চিত্রে। এটি পরিচালনা করবেন প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের সহকারী শিমুল।

সাধারণ একটি ছেলের ঘটনাচক্রে রাজনীতিবিদ হয়ে ওঠা এবং তার উত্থান-পতনের গল্পে নির্মাণ হবে ‘লিডার’ চলচ্চিত্রটি। এর পাণ্ডুলিপি লিখেছেন নির্মাতা শিমুল নিজেই।

মঙ্গলবার থেকে ফরিদপুরে এর শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অবরোধের কারণে কাজ শুরু হতে পারেনি। ফরিদপুর, গোপালগঞ্জসহ দেশের বেশ কয়েকটি বিশেষ লোকেশন ও এফডিটিসিতে এর শুটিং হবে।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চলচ্চিত্রটির নানা তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে জানানোর কথা রয়েছে নির্মাতার।


মন্তব্য করুন