Select Page

লীসা গাজীর পরিচালনায় ‘বাড়ির নাম শাহানা’

লীসা গাজীর পরিচালনায় ‘বাড়ির নাম শাহানা’

 

দীপা চরিত্রে অভিনয় করছেন আনান সিদ্দিকা

লেখিকা ও অভিনেত্রী লীসা গাজীর পরিচালনায় তৈরি হচ্ছে ছবি ‘বাড়ির নাম শাহানা’। গত ২৩ মে থেকে কুষ্টিয়ার কুমারখালীতে শুরু হয়েছে শুটিং। চলবে চলতি মাসের মাঝসময় পর্যন্ত।

এর প্রতিবেদনে বাংলা ট্রিবিউন জানায়, ১৯৮০-৯০ দশকের প্রেক্ষাপটে রচিত ও নির্মিত হচ্ছে ছবিটি। ২০১১ সালে প্রকাশিত লীসা গাজীর মূল গল্প অবলম্বনে যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন লীসা গাজী ও আনান সিদ্দিকা।

চলতি বছরের শেষদিকে এই চলচ্চিত্রের শেষ ২০ ভাগের শুটিং হবে যুক্তরাজ্যে, এমনটাই জানান লেখক-পরিচালক।

‘বাড়ির নাম শাহানা’ একজন বিবাহবিচ্ছেদ হওয়া নারীর গল্প বলার চেষ্টা করছে। যে নারী নব্বই দশকের বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। যে নিজের মতো করে বাঁচার কথা ভাবে এবং বাঁচতে চায়। চরিত্রটির নাম দীপা। যে সাংঘাতিক প্রাণচঞ্চল, সত্যবাদী এবং অনেকের জন্য হুমকির কারণ। গল্পের ধরন প্রসঙ্গে এমনটাই জানান নির্মাতা লীসা গাজী।

এতে দীপা চরিত্রে অভিনয় করছেন আনান সিদ্দিকা। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন আমীরুল হক চৌধুরী, জয়ন্ত চট্টোপাধ্যায়, নায়লা আজাদ নূপুর, লুৎফর রহমান জর্জ, ঈরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নি, ঋদ্ধি, আপন প্রমুখ।

কমলা কালেক্টিভ-এর প্রযোজনায় এই চলচ্চিত্রের চিত্রগ্রহণ করছেন যোয়াহের মুসাব্বির, সংগীত পরিচালনা করছেন সোহিনী আলম ও অলিভার উইক্স। সংশ্লিষ্টদের পরিকল্পনা আগামী বছরের মাঝামাঝি সময়ে চলচ্চিত্রটি দেশ-বিদেশের প্রেক্ষাগৃহসহ নানা উৎসবে মুক্তি দেওয়ার।

লীসা গাজী

লীসা গাজী নির্মিত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের নিয়ে তথ্যচিত্র ‘রাইজিং সাইলেন্স’ বিশ্বের বিভিন্ন উৎসবে সমাদৃত ও পুরস্কৃত হয়েছে। সম্প্রতি তথ্যচিত্রটি ব্রিটিশ সরকারের পিএসভিআইর উদ্যোগে শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্রের পুরস্কার লাভ করে।

 


মন্তব্য করুন