Select Page

লুইপার যে গানে মুগ্ধ রুনা লায়লা, দেখুন ভিডিও

লুইপার যে গানে মুগ্ধ রুনা লায়লা, দেখুন ভিডিও

বেগম আখ্তারের ‘জোছনা করেছে আড়ি’ নতুন সংগীতায়োজনে গেয়ে ভিডিও আকারে প্রকাশ করেছেন সেরাকণ্ঠ খ্যাত লুইপা। গানটি শুনে নিজের ভালো লাগার কথা জানাতে লুইপাকে ফোন করেন রুনা লায়লা। খবর কালের কণ্ঠ।

লুইপা বলেন, “শুক্রবার দুপুরে সংগীত পরিচালক ইমন সাহা দাদা ফোন করে বলেন, ‘তোমার ফোন নম্বরটা একজন চেয়েছিলেন, আমি দিয়েছি। তিনি তোমাকে কল করবেন।’ জানতে চাইনি তিনি কার কথা বলেছিলেন। পরে কলটা এলো রুনা লায়লা ম্যাডামের কাছ থেকে। তিনি আমার কাভার করা ‘জোছনা করেছে আড়ি’র বেশ প্রশংসা করেন। বলেন, ‘এত দারুণ গেয়েছ! আমার খুবই ভালো লেগেছে। খুব প্রশান্তি পেয়েছি গানটি শুনে। ’ প্রায় ১০ মিনিট আমার সঙ্গে কথা বলেন। গান নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করেন। প্রতিদিন রেওয়াজ করার পরামর্শ দেন। এটা আমার সংগীতজীবনের অনেক বড় পাওয়া। ”

লুইপাকে শুধু ফোন করেই থেমে থাকেননি রুনা। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটির ইউটিউব লিংক শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘ওয়েল ডান লুইপা! গড ব্লেস ইউ। ’

এর আগে এক ভিডিও বার্তায় গানটির প্রশংসা করেন বাপ্পা মজুমদার। শিল্পীদের আরো অনেকেই গানটির জন্য লুইপাকে সাধুবাদ জানান।


মন্তব্য করুন