Select Page

লোকেশনের খোঁজে পরিচালক ও নায়িকা

লোকেশনের খোঁজে পরিচালক ও নায়িকা

প্রথমবারের মতো সিনেমা নির্মাণে যাচ্ছেন টেলিভিশনের নামি পরিচালক সুমন আনোয়ার। তার পরিচালনায় ‘কয়লা’য় মৌসুমী হামিদের বিপরীতে অভিনয় করবেন মোশাররফ করিম। ২০১৭ সালের জুনে ছবিটির শুটিং শুরু হবে।

সম্প্রতি ‘কয়লা’র শুটিং লোকেশন দেখার জন্য পরিচালকের সঙ্গে কুয়াকাটায় গেলেন মৌসুমী হামিদ। তাদের সঙ্গে সিনেমা টিমের আরো কয়েকজন সদস্যও আছেন।

ফেসবুকে লোকেশন খোঁজার একসারি ছবি শেয়ার করেন নির্মাতা সুমন আনোয়ার।

এ প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘ময়না চরিত্রটি আমার কাছে এখন স্বপ্নের একটি চরিত্র। চলচ্চিত্রটির শুটিং শুরুর পূর্ব পর্যন্ত আমি ময়নার মাঝেই ডুবে থাকতে চাই। যে কারণে নিজের মধ্যে ময়নাকে ধারণ করার জন্য নিজে লোকেশনে এসেছি।’

তিনি আরো বলেন, ‘তাছাড়া আমার মনে হয় যেখানে শুটিং করব সেখানে যদি আগেই একটু ঘুরে আসা যায় তাহলে শুটিংয়ের সময় খুব সহজে সে জায়গায় নিজেকে মানিয়ে নেয়া যায়। কয়লা চলচ্চিত্রটি নিয়ে আমি খুব আশাবাদী।’

জেলে পল্লীর কাহিনীতে নির্মিত হতে যাচ্ছে ‘কয়লা’। এতে মৌসুমীকে ভিন্ন ভিন্ন শারীরিক গড়নে দেখা যাবে।

চলতি বছরের শুরুতে ছবিটির ঘোষণার কিছুদিনের মধ্যে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও অর্থনৈতিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে এর শুটিং শুরু হয়নি।  ‘কয়লা’র কাহিনী, সংলাপ, চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। আরো অভিনয় করবেন রওনক হাসান।


অামাদের সুপারিশ

১ টি মন্তব্য

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares