Select Page

লোকেশন-প্রযোজক দুই পেলেন দুবাইয়ে

লোকেশন-প্রযোজক দুই পেলেন দুবাইয়ে

শাকিব খানকে দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছে অনেক প্রযোজকের। তাদের কতজন প্রযোজনায় নিয়মিত আছেন সেটা একটা প্রশ্ন। তবে নতুন লগ্নিকারককে সুখবর হিসেবে মানা যায় বৈকি!

৬ সেপ্টেম্বর দুবাই যান শাকিব খান। উদ্দেশ্য ছিল শুটিংয়ের জন্য লোকেশন খোঁজা। সেখানে লোকেশনের পাশাপাশি প্রযোজকও পেয়ে যায় তিনি!

কালের কণ্ঠ এক প্রতিবেদনে জানায়, শাকিবের এস কে ফিল্মসের সঙ্গে এখন থেকে যৌথভাবে ছবি নির্মাণ করবেন দুবাইয়ের ব্যবসায়ী সুলেমান আলী।

তিনি ব্রিটিশ বংশোদ্ভূত সংযুক্ত আরব আমিরাতের নাগরিক। পেশায় ব্যবসায়ী হলেও সংস্কৃতির প্রতি আগ্রহ তার দীর্ঘদিনের। শাকিবের সঙ্গে দেখা হলে যৌথভাবে ছবি নির্মাণের আগ্রহের কথা জানান তিনি। শুনে পরিচালক ইফতেখার চৌধুরী প্রস্তাব দেন ছবি নির্মাণের। তখনই সিদ্ধান্ত হয়, শাকিবের সঙ্গে যৌথভাবে বছরে অন্তত দুটি করে ছবি নির্মাণ করবেন সুলেমান।

ইফতেখার বলেন, ‘শাকিব এবং সুলেমানের প্রথম ছবিটি আমি পরিচালনা করব। এখন গল্প লেখার কাজ চলছে। অ্যাকশনধর্মী ছবিটির শুটিং হবে দুবাই ও লন্ডনে। সুলেমান ভাইয়ের মতো মানুষরা চলচ্চিত্রে বিনিয়োগ করলে আগামীতে সুসময় ফিরে আসবে। তিনি বাঙালি না হয়েও বাংলা সংস্কৃতিকে ভালোবেসেছেন। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।’

২০২০ সালের কোরবানির ঈদে শাকিব-সুলেমানের যৌথ প্রযোজনায় প্রথম ছবি মুক্তি পাবে বলেও জানান ইফতেখার।

এর আগে ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘রাজত্ব’ ছবিতে অভিনয় করেন শাকিব। সম্প্রতি এই নির্মাতার ছবিতে চুক্তিবদ্ধ হন নুসরাত ফারিয়া। তবে সিনেমাটির নাম ও বাকি কাস্টিং জানা যায়নি।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares