Select Page

শতাধিক হলে ‘প্রিয়তমা’র ধামাকা (তালিকা)

শতাধিক হলে ‘প্রিয়তমা’র ধামাকা (তালিকা)

ট্রেলার ছাড়াই মুক্তি পাচ্ছে হিমেল আশরাফ পরিচালিত ও শাকিব খান-ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’। কোনো ব্যতিক্রম ছাড়াই সেই সিনেমা পেয়েছে ১০৭টি প্রেক্ষাগৃহ।

বুধবার (২৮ জুন) নির্মাতারা প্রকাশ করেছেন সম্পূর্ণ হল তালিকা। সেখানে দেখা যাচ্ছে, দেশের প্রায় প্রেক্ষাগৃহ দখলে নিয়েছেন কিং খান। এর মধ্যে বেশির ভাগ মাল্টিপ্লেক্সে চেয়েছে ঈদের ছবির মধ্যে সর্বোচ্চ সংখ্যক অথবা সুড়ঙ্গের সমান হল।

গত ঈদুল ফিতরে শাকিব ও শবনম বুবলি অভিনীত তপু খানের ‘লিডার আমিই বাংলাদেশ’ শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে দুই বা তিন সপ্তাহের মাথায় তা এক-চতুর্থাংশে নেমে আসে।

শাকিবের ভিন্ন ভিন্ন লুকের কারণে আলোচনায় আছে ‘প্রিয়তমা’। একইসঙ্গে অল্প সময়ে নির্মাণ নিয়ে আশঙ্কা রয়েছে।


মন্তব্য করুন