Select Page

শনিবার বিকেলে যত চমক

শনিবার বিকেলে যত চমক

আইডেন্টিটি নিয়ে ট্রিলজি বানাচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী। যার প্রথমটি হলো ‘শনিবার বিকেল’ (সাটারডে আফটারনুন)। সেই ছবির তারকা নির্বাচনে দারুণ চমক রেখেছেন নির্মাতা। তা ধীরে ধীরে প্রকাশ করছেন তিনি।

এরইমধ্যে ‘শনিবার বিকেল’-এর বেশ কয়েকজন তারকা অভিনেতা অভিনেত্রীর কথা নিশ্চিত করেছেন ফারুকী। নুসরাত ইমরোজ তিশা ও ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানির পর বছরের প্রথম দিনেই অভিনেতা জাহিদ হাসানের অভিনয়ের কথা নিশ্চিত করেছিলেন প্রযোজনা সংস্থা জাজের কর্ণধার আব্দুল আজিজ। এবার একই ছবিতে ফারুকী কাস্ট করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে।

অস্কার মনোনীত ‘ওমর’-এ অভিনয় করেছিলেন ইয়াদ হুরানি। তিশা নিয়মিত শিল্পী হলেও ফারুকীর দ্বিতীয় সিনেমা ‌‘মেড ইন বাংলাদেশ’-এ অভিনয় করেছিলেন জাহিদ। নতুন সিনেমার জন্য রেখেছেন দাড়ি। আর পরমব্রতকে প্রথমবার পাওয়া যাবে এ নির্মাতার সঙ্গে। তিনি পলাশ নামের একটি চরিত্রে অভিনয় করবেন। এই চরিত্রের জন্য ইতিমধ্যে তিনি লুক চেঞ্জ করেছেন।

এই ছবিতে যুক্ত হয়েছেন বাংলাদেশের আরোও অনেক পরিচিত মুখ। যাদের পরিচয় খুব শীঘ্রই জানা যাবে।

‘শনিবার বিকেল’ সিনেমায় অভিনয় উপলক্ষে ৩০ ডিসেম্বর থেকে পরমব্রত নিয়মিত মহড়ায় অংশ নিচ্ছেন। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে। জানুয়ারি মাসেই শুটিং শেষ হয়ে যাবে। সিনেমাটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া, সহ-প্রযোজক হিসেবে থাকছে ছবিয়াল ও জার্মানির টেনডেম প্রোডাকশনস।

শুটিং চললেও এ বিষয়ে এখনই বিস্তারিত জানাতে নারাজ নির্মাতা বা প্রযোজনা সংস্থা। ‘শনিবার বিকেল’ মুক্তি পাবে চলতি বছরেই।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

স্পটলাইট

Saltamami 2018 20 upcomming films of 2019
Coming Soon
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?

[wordpress_social_login]

Shares