Select Page

‘শনিবার বিকেল’ নয়, বলিউড সিনেমায় দেখতে হবে ঢাকার জঙ্গি হামলার কাহিনি

‘শনিবার বিকেল’ নয়, বলিউড সিনেমায় দেখতে হবে ঢাকার জঙ্গি হামলার কাহিনি

রাজধানীর গুলশানের হলি আর্টিজানে মর্মান্তিক হামলার ঘটনা নিয়ে মোস্তফা সরয়ার ফারুকীশনিবার বিকেল’ শিরোনামের ছবিটি নির্মাণ করেছেন, এমনটা শোনা গেছে নানা সময়। কিন্তু সেন্সর বোর্ড আটকে দেওয়ার কারণে বিদেশের কিছু উৎসবে প্রদর্শিত হলেও দেশের দর্শকেরা ছবিটি দেখতে পারেনি।

এবার বলিউডের বয়ানে ২০১৬ সালের ১ জুলাই ঘটে যাওয়া ওই জঙ্গি হামলার সিনেমায় দেখবে ঢাকার দর্শক।

ছবিটিতে অভিনয় করেছেন কারিনার চাচাতো ভাই জাহান কাপুর। তিনি টিজার শেয়ার করে ভাইকে শুভেচ্ছা জানিয়েছেন

জানা গেছে, এ ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত সিনেমার নামকরণও করা হয়েছে হামলায় নিহত তরুণের নামে। ২০ বছর বয়সী ফারাজ আইয়াজ হোসেন মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অবস্থিত এমরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। গ্রীষ্মকালীন ছুটি কাটাতে ঢাকায় অবস্থান করছিলেন।

দুর্ভাগ্যবশত ওই ঘটনার সময় হলি আর্টিজান হোটেলে অবস্থান করছিলেন ফারাজ। আর সবার মতো ফারাজকেও মর্মান্তিক পরিণতি বরণ করতে হয়। 

সিনেমার নামকরণ করাও হয়েছে ‘ফারাজ’ নামে। বিষয়টি জানিয়েছে বলিউডের অন্যতম প্রযোজনা সংস্থা টি-সিরিজ। 

ছবিটি নির্মাণ করছেন ‘আলীগড়’, ‘ওমের্তা’, ‘শহীদ’খ্যাত পরিচালক হংসল মেহতা।

গতকাল মধ্যরাতে টুইটার ও ইনস্টাগ্রামে ২৩ সেকেন্ডের একটি মোশন পোস্টার প্রকাশ করে খবরটি জানিয়েছে ছবিটির অন্যতম প্রযোজক অনুভব সিনহা। ফার্স্টলুকের ওই ভিডিওতে দেখা যায়, একটি ক্যাফেতে বোমা হামলার দৃশ্য। নেপথ্যে শোনা যায়, ‘মানুষ যখন ধর্মের নামে হত্যা করে, আসলে সে ধর্মকেই হত্যা করে, মনুষ্যত্বকে হত্যা করে।’

একই সময়ে কারিনা কাপুর খানও নিজের ইনস্টাগ্রামে ছবিটির সম্পর্কে জানান দেন বেশ উচ্ছ্বাস নিয়ে। কারণ, এই ছবিটির মাধ্যমেই নায়ক হিসেবে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার চাচাতো ভাই জাহান কাপুরের।

কারিনা আরো লেখেন, ‘এই ছবির গল্পটি বাংলাদেশের অবিশ্বাস্য একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। যে ঘটনায় নায়ক হয়ে ধরা দেয় ফারাজ। যে কি না নিজের জীবনের বিনিময়ে অসাধারণ এক মানবিক গুণের পরিচয় দেয়।’ 

জাহান কাপুরের প্রতি শুভাশীষ জানিয়ে কারিনা লিখেছেন, ‌‘বড় পর্দায় তোমাকে দেখার অপেক্ষা আর সহ্য হচ্ছে না। তোমাকে নিয়ে আমরা গর্বিত।’

এ ছবিতে পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়ালেরও অভিষেক হচ্ছে।

টি-সিরিজ জানায়, ২০১৬ সালের জুলাইয়ে ঘটে যাওয়া বাংলাদেশের জঙ্গি হামলার ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। প্রযোজনায় রয়েছে অনুভব সিনহা ও ভূষণ কুমার।

ভারতীয় সিনেমার বয়ানে বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপনের অভিযোগ এসেছে বেশ কয়েকবার। এখন দেখার বিষয় ‘ফারাজ’ কীভাবে চিত্রায়িত করে। তবে সেটা যেভাবে হোক, বিদেশি সিনেমা বাংলাদেশে দেখা বন্ধ করা প্রায় অসম্ভব বিষয়।

শনিবার বিকেল ছবির একটি দৃশ্য

এ দিকে কয়েকটি উৎসবে পুরস্কার জিতে নেয়া ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী; ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ অনেকে।


মন্তব্য করুন