Select Page

শরৎচন্দ্রের ‘পল্লীসমাজ’ থেকে ‘লীলাবতী’, অভিনয়ে সুবর্ণা

শরৎচন্দ্রের ‘পল্লীসমাজ’ থেকে ‘লীলাবতী’, অভিনয়ে সুবর্ণা

# শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পল্লী সমাজ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ‘লীলাবতী’
# পরিচালনা করছেন নবাগত জোবায়ের ইবনে বকর
# অন্যতম চরিত্রে আছেন সুবর্ণা মুস্তাফা
# শুটিং শুরু হচ্ছে ১৬ জানুয়ারি। ফেব্রুয়ারিতে ক্যামেরার কাজ শেষে মুক্তি পাবে বৈশাখে

জমিদারি প্রথা, গ্রাম্য রাজনীতি ও প্রেম-প্রণয় নিয়ে লেখা হয়েছে শরৎচন্দ্রের ‘পল্লীসমাজ’। এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র ‘লীলাবতী’ নির্মাণ করছেন জোবায়ের ইবনে বকর।

প্রথম আলোর এক প্রতিবেদনে জানা যায়, চিত্রনাট্য লিখেছেন কলকাতার পিনাক দেব। এরই মধ্যে সবকিছু চূড়ান্ত হয়েছে। ছবির অন্যতম চমক হলেন সুবর্ণা মুস্তাফা।

পত্রিকাটি জানায়, কয়েক দিন আগেই কথা প্রসঙ্গে লীলাবতী চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে নিশ্চিত করেছিলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। এছাড়া তিনি ফাখরুল আরেফিনের ‘গণ্ডি’তে অভিনয় করছেন।

‘লীলাবতী’র আরও কয়েকটি চরিত্রে অভিনয় করবেন ইরেশ যাকের, আনিসুর রহমান মিলন, গাজী রাকায়েত, সুবর্ণা সাঈদসহ অনেকেই।

পরিচালক জোকায়ের জানান,  ১৬ জানুয়ারি থেকে মানিকগঞ্জের বেতিলা জমিদারবাড়িতে শুরু হচ্ছে ছবিটির শুটিং। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জমিদারবাড়ি ও আশপাশের এলাকায় ওই সময় অনুযায়ী সেট নির্মাণ চলছে।

পরিচালক বলেন, ‘এরই মধ্যে আমরা সব কাজ গুছিয়ে নিয়েছি। ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ২ ফেব্রুয়ারি অবধি চলবে শুটিং। একটানা শুটিং করে শেষ করতে চাই আমরা। তারপরই সম্পাদনার টেবিলে বসব।’

এরই মধ্যে ছবির চারটি গানও তৈরি করে ফেলেছেন। গানগুলো গেয়েছেন বাংলাদেশের ন্যান্‌সি ও কলকাতার রাজমিন,

তানুজা, তিশা চ্যাটার্জি। ছবিটি আসছে বৈশাখে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন পরিচালক।


মন্তব্য করুন