Select Page

শহীদুল ইসলাম খোকনের ‘প্রেমের ছোঁয়া’

শহীদুল ইসলাম খোকনের ‘প্রেমের ছোঁয়া’

64552_e9শহীদুল ইসলাম খোকনের নতুন চলচ্চিত্রের নাম মুভি ‘প্রেমের ছোঁয়া’। শ্রাবণ চৌধুরী সুমনের প্রযোজনায় ওয়ার্ল্ড ওয়াইড মুভিজের ব্যানারে নির্মিত এই ছবিতে অভিনয় করবে একটি নতুন জুটি।

নতুন তারকা দুজন হলেন সাউদ চৌধুরী ও নভিয়া।

পরিচালক জানান, বর্তমানে ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে। ঈদের পর থেকে শুরু হবে এ ছবির শুটিং।

দীর্ঘদিন পরিচালনায় অনুপস্থিত থাকার পর এই নন্দিত পরিচালক আবার ছবি বানানোর প্রস্তুতি নিচ্ছেন।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন