Select Page

শাকিবকে নিয়ে কথা পাল্টালেন অশোক ধানুকা

শাকিবকে নিয়ে কথা পাল্টালেন অশোক ধানুকা

সম্প্রতি বাংলাদেশের সিনে বাজার নিয়ে নেতিবাচক কথা বলে এখান থেকে সরে যা্ওয়ার কথা বলেন এসকে মুভিজের কর্ণধার। সেখানে বলেন, অতি পারিশ্রমিক চা্ওয়ায় শাকিবের সঙ্গে ছবি করছেন না। তার সঙ্গে করা আগের ছবিগুলো ব্যবসা করেনি। এবার কিছুটা নমনীয় স্বরে কথা বললেন তিনি। এক ফেসবুক স্ট্যাটাসে বলেন-

আমার কিছু কথা…

বাংলাদেশি একটি অনলাইন পত্রিকা আমার বক্তব্যেকে ভুলভাবে উপস্থাপন করেছে। আসলে যৌথ প্রযোজনার সব ছবি লস হয়নি। বিশেষ করে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে প্রায় সবকটি প্রজেক্টই আমরা সফল। সম্প্রতি শাকিব খানের সাথে নতুন প্রজেক্ট করার চিন্তা করি। সে ৬০ লাখ রুপি পারিশ্রমিক চেয়েছিল। আমার পক্ষে এই বাজেট নিয়ে কাজ করা সম্ভব হয়নি। তাই আমি এই প্রজেক্ট থেকে সরে আসি। শাকিব তারকা সে পারিশ্রমিক চাইতেই পারে। আগামীতে ব্যাটে বলে মিললে শাকিবকে নিয়েই আমি নতুন প্রজেক্ট করবো।

তাছাড়া বাংলাদেশে সিনেমা বানাতে এবং মুক্তি দিতে গেলে নানা বাঁধা আসে। এত সমস্যার মধ্যে দিয়ে আমার পক্ষে সেখানে কাজ করা সম্ভব না।

বর্তমানে কলকাতার মার্কেটে কোনো কমার্শিয়াল ছবি চলছে না। কোনো হিরোর ছবিই ব্যবসা করতে পারছে না! এখানে আর্ট ফিল্মের দর্শক রয়েছে। এই ছবিগুলো ব্যবসা করছে। তাই অনেক ভেবে চিন্তে বাংলাদেশে আপাতত প্রযোজনা করছি না।

শাকিব খান আমার ছেলের মতো। তার সাখে আমার বেশ ভালো সুসর্ম্পক। আমরা তার কাজে অনেক হ্যাপি…

…ধানুকা


মন্তব্য করুন