Select Page

শাকিবকে নিয়ে কল্লোলের নতুন সিনেমা

শাকিবকে নিয়ে কল্লোলের নতুন সিনেমা

shakib-kallol

কিং খান শাকিবকে নিয়ে নতুন সিনেমার পরিকল্পনা করছেন হাসিবুর রেজা কল্লোল। তবে এখনই বিস্তারিত জানাতে চান না তিনি। জানাননি সিনেমা ও নায়িকার নাম।

শুক্রবার রাতে ফেসবুক স্ট্যাটাসে কল্লোল লেখেন, ‘পরবর্তী ফিল্মের বিষয়ে আর কিছু বলবো না, শুধু এটুকুই বলছি, ওয়ান অ্যান্ড অনলি শাকিব খানকে নিয়েই আবর্তিত হবে কাহিনী।’

বছর দুয়েক আগে শাকিবকে নায়ক করে ‘সত্তা’ সিনেমার কাজ শুরু করেন কল্লোল। নায়িকা হিসেবে আছেন কলকাতার অভিনেত্রী পাওলি দাম

বেশ কয়েক লটে শুটিং করেও সিনেমাটি শেষ করতে পারেননি কল্লোল। তার আগেই নতুন সিনেমার সিনেমার ঘোষণা দিলেন।

এমন দেখার পালা— শাকিব আর কল্লোল মিলে নতুন কী প্রজেক্ট দাঁড় করান।


মন্তব্য করুন