Select Page

শাকিবের অনুরোধে ঈদে নেই ‘অহংকার’

শাকিবের অনুরোধে ঈদে নেই ‘অহংকার’

গত ঈদে শাকিববুবলি জুটির ‘শুটার’ ও ‘বসগিরি’ ছবি দুটি সুপারহিটের তকমা পায়। সেই ধারাবাহিকতায় এবার ঈদেও এই জুটির তৃতীয় ছবি ‘অহংকার’ মুক্তি পাওয়ার কথা ছিল। প্রযোজক-পরিচালক সেভাবেই ছবির কাজ গুছিয়ে ফেলেছিলেন। ১ জুন ছবিটি সেন্সর ছাড়পত্রও পায়। অথচ শেষ খবর হলো, ছবিটি ঈদে মুক্তি দেওয়া হচ্ছে না। আর সেটা নাকি শাকিব খানের সিদ্ধাতেই।

পরিচালক শাহাদাৎ হোসেন লিটন বলেন, “ঈদে শাকিব অভিনীত ‘রাজনীতি’ ও ‘নবাব’ ছবি দুটি মুক্তি পাবে। এর মধ্যে ‘অহংকার’ মুক্তি পেলে প্রেক্ষাগৃহ সংকটে পড়বে ছবিগুলো। আমরা যদিও ৮০টি প্রেক্ষাগৃহ চূড়ান্ত করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত শাকিবের অনুরোধে সেগুলো ছাড়তে হলো। এখন দুই ঈদের মাঝখানে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ”

সূত্র : কালের কণ্ঠ


মন্তব্য করুন